Connect with us

গাইবান্ধা

গাইবান্ধায় হরতালে শতাধিক যানবাহন ভাঙচুর

Published

on

গাইবান্ধা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার গাইবান্ধায় সকাল-সন্ধ্যা হরতালে ১০০টিরও বেশী যানবাহন ভাঙচুর করেছে পিকেটাররা। ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক অফিস সংলগ্ন মহেশপুরও জুনদহ এলাকায় বুধবার ভোর রাত তিনটা থেকে চারটার মধ্যে জামায়াত-শিবিরের ক্যাডাররা হামলা চালিয়ে ওইসব গাড়ি ভাঙচুর করে। এতে প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে বলে পলাশবাড়ি মোটর মালিক সমিতির সেক্রেটারি জাহাঙ্গীর আলম বাবু জানান। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশ, বিজিবিসহ বিপুলসংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এদিকে হরতাল ও অবরোধ চলাকালে সকালে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সব দোকানপাট খুলে যায়। ব্যাংকবীমা, অফিস-আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। জেলা ও উপজেলা শহরে রিকশা, অটোবাইক, সিএনজিসহ যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে বাসটার্মিনাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার কোন বাস ছাড়েনি। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *