Connect with us

দেশজুড়ে

চরাঞ্চলীয় এলাকায় ধাত্রীমাতাদের নরসিংদীতেস্বাস্থ্য বিষয়ক সভা ও কিটবক্স বিতরণ

Published

on

রেজাউল করিম, নরসিংদী:
নরসিংদীর চরাঞ্চলীয় এলাকায় ম্যাটারনাল নিউবর্ণ এন্ড নিউ চাইল্ড হেলথ কেয়ার প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন “দাইঘর” সেবাকেন্দ্রে প্রশিক্ষিত ধাত্রীমাতাদের এক মতবিনিময় সভা ও নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ধাত্রীদের মাঝে কিটবক্স বিতরণ করা হয়েছে।
উন্নয়নের বিকল্প নির্ধারণী গবেষণা সংস্থা “উবিনীগ” ও কানাডিয়ান-সিডা’র সহায়তায় নরসিংদীতে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি “এমডিএিস” উক্ত প্রকল্পের আওতায় চরাঞ্চলীয় মা ও শিশুদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পাশা-পাশি সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কর্ম এলাকার কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রসহ হাসপাতালসমূহে সরকারিভাবে উন্নত চিকিৎসা প্রাপ্তির লক্ষ্যে ধাত্রীমাতাদের নিয়ে নিরলস ভূমিকা রেখে আসছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলার চরাঞ্চলীয় নজরপুর ইউনিয়নের কালাইগুবিন্দপুর কান্দাপাড়ায় “এমডিএস” বাস্তবায়নাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্র “দাইঘরে” ধাত্রীমাতাদের সমন্বয়ে এক মতবিনিময় সভা শেষে তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রত্যেক ধাত্রীদের একটি করে কিটবক্স বিতরণ করা হয়েছে। এমডিএস’র নির্বাহী পরিচালক ফাহিমা খানম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাতা সংস্থা উবিনীগ’র উন্নয়ন গবেষক পলাশ বড়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের গবেষক মিসেস রোকেয়া বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *