Connect with us

দেশজুড়ে

চির শায়িত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ নূরুন্নবী

Published

on

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মুহাম্মদ নূরুন্নবীশামসুজ্জামান,  পাবনাআজ শুক্রবার পাবনার বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নূরুন্নবীর নামাজের জানাজা পাবনা টাউন হলের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ২ টায় একই স্থানে তার দীর্ঘদিনের সহকর্র্মী ও সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয়। প্রফেসর মুহাম্মদ নুরুন্নবীর মেঝো ছেলে হিল্লোল নবী গত বুধবার বিকেলে বেলজিয়াম থেকে বাড়ী পৌছেন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। তিন ভাই তিন বোন মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। এদিকে প্রফেসর নুরুন্নবীর জানাজা সফল করতে তার মেঝ জামাতা ফরিদপুরের বিশিষ্ট শিল্পপতি করিম গ্রুপের চেয়ারম্যান এবং ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি আলহাজ মো: জাহাঙ্গীর মিয়া, ছোট জামাতা বিশিষ্ট ভুত্ত্ববিদ গ্যাস ও খনিজ বিশেষজ্ঞ ড. মো: আব্দুস সামাদ আজাদ, বড় ছেলে মাহমুদ উন নবী কল্লোল ও ছোট ছেলে রাশিদ উন নবী পাপ্পু, একমাত্র ভাই ডা. লুৎফর রহমান পৃথক পৃথকভাবে পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার মো: আলমগীর কবীরের সঙ্গে শোকাহত সাক্ষাত করেন। এ ছাড়া রাতে প্রফেসর নুরুন্নবীর দীর্ঘীদনের সহকর্মি সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ, পাবনা জেলা সংবাদপত্র পরিষদ সভাপতি ও দৈনিক জোড়বাংলা সম্পাদক আব্দুল মতীন খান, পাবনা এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর বজলুর রহমান, সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মনোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ ইকবাল, পাবনা বনমালি ইন্সটিটিউিটের সাধারন সম্পাদক আলহাজ আবুল মাসুদ লাল, প্রফেসর প্রমথেশ চন্দ্র সেন ওরফে টোনা দা, প্রফেসর মো: মাহবুব হোসেন, প্রফেসর শাহনেওয়াজ সালাম, প্রফেসর পরিতোষ চন্দ্র দত্ত, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য তিনি গত বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হোয়ে দেহ ত্যাগ করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *