Connect with us

বিবিধ

চুনারুঘাটে গোয়াছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্নাঙ্গ এস এম সি গঠন

Published

on

aaaaaaজিলানী আখনজী, চুনারুঘাট: অনেক জল্পনা কল্পনা আর উত্তেজনার পর ঘোষনা করা হলো গোয়াছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনারুঘাট-হবিগনজ এর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বা এস এম সি। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ইতোমধ্যে নির্দিষ্ট ক্যাটাগরির ১১জন সদস্য মনোনীত ও নির্বাচিত হন। অতপর সভাপতি ও সহ-সভাপতি গঠনে চলছিল চুলছেড়া বিশ্লেষন। কে হচ্ছেন সভাপতি ও সহ সভাপতি? তা নিয়ে বিদ্যালয় এলাকায় যেমন আগ্রহ সৃষ্টি হয়েছিল তেমনি ভাবে কিছুটা উষ্ণতারও সৃষ্টি হয়েছিল। অবশেষে শনিবার তার ইতি ঘটল। সর্ব সম্মতিক্রমে অভিভাবক সদস্য জনাব আব্দুর রহিম (শ্যামল) সভাপতি ও দাতা সদস্য জনাব মোঃ ইয়াকুত মিয়া সহ-সভাপতি নির্বাচিত হন। সব উষ্ণতাকে পিছনে ফেলে এত সুন্দর ভাবে একটি কমিটি উপহার দেয়ার ক্ষেত্রে গোয়াছপুর গ্রামের শিক্ষানুরাগী প্রবাসী ব্যাক্তিত্ব জনাব মোঃ শাহাবুদ্দিন সাহেব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। তাছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী জনাব জাকির হোসেন,সাবেক মেম্বার জনাব ফয়জুর রহমান ও বাদশা মিয়া, বর্তমান মেম্বার জনাব ফরিদ গাজী, নালমুখ বাজার সেক্রেটারী ও অত্র বিদ্যালয়ের পিটিএ সভাপতি জনাব সিরাজুল ইসলাম, অত্র বিদ্যালয় হতে অবসর নেয় সশি জনাব আবুল হোসেন, বিদায়ী এস এম সি সভাপতি জনাব নজরুল ইসলাম সহ আরো অনেকেই কমিটি গঠনে সহযোগিতা করেছেন। নব নির্বাচিত সভাপতি বলেন অত্র বিদ্যালয়ের বর্তমান অফিস কক্ষটি একেবারেই ছোট, যেখানে ১০জন মানুষও একসাথে বসা যায় না। তাই তিনি নিজ তহবিল হতে একটি অফিস কক্ষ নির্মান করে দিবেন বলে ঘোষনা প্রদান করেন। এব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ফখরুল ইসলাম(বদরুল) বলেন নবগঠিত কমিটির সকল সদস্যই স্কুলের জন্য আন্তরিক। আশা করি তাদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের চলমান উন্নয়ন মূলক কাজ আরো বেশী গতি পাবে। বিশেষ করে নব নির্বাচিত সভাপতি তার ওয়াদা রক্ষা করে অতি দ্রæত একটি অফিস কক্ষ নির্মান করে দেবেন। সুন্দর ও সহনশীল পরিবেশে একটি কমিটি গঠনে যারা যেরূপ সহযোগিতা করেছেন তাদের সকলকেই তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *