Connect with us

দেশজুড়ে

ছিট দাশিয়ারছড়ায় মুখোমুখি কমিটি ও শান্ত কমিটি

Published

on

ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়নের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহল দাসিয়ার ছড়ায় ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি (১৯৭৪এর মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের সমর্থনকারী পক্ষ) এবং শান্তি কমিটি (মুজিব-ইন্দিরা চুক্তি বিরোধী মাদক ব্যবসায়ী চক্র) মুখোমুখি অবস্থানে রয়েছে। ছিটমহালের কালীরহাটে মুজিব ইন্দিরা চুক্তির বিরোধীতাকারী ‘বাংলাদেশ-ভারত ছিটমহাল বিনিময় সমন্বয় কমিটি’র প্রধান অফিস ভাঙচুর ও বাংলাদেশ ভারতের পতাকা পুড়ে দেওয়ার প্রতিবাদে লাঠি মিছিল ও বিক্ষোভ করে সমাবেশ করে চিহ্নিত চোরাকারবারি সন্ত্রাসীদের এলাকাছাড়া করেছে ছিটমহালবাসী। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে, ১১ সেপ্টেম্বর মাদক চোরাকারবারির হাত থেকে ছিটহমালবাসীদের মুক্ত রাখতে জন সমাবেশ অনুষ্ঠিত হয় দাসিয়ারছড়ার কালীরহাট হাফেজিয়া মাদরাসা মাঠে। সেখানে ছিটমহালবাসী ছিটমহালের চিহ্নিত মাদক চোরাকারবারিদের রুখতে ঘোষণা দেন ভারত থেকে আসা ‘বাংলাদেশ-ভারত ছিটমহাল বিনিময় সমন্বয় কমিটি’র ভারত ইউনিটের সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত। তিনি আরও বলেন, আসছে ১৬ ডিসেম্বরের মধ্যে ভারত সরকার ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়ন করে বাংলাদেশ সরকারকে উপহার দেবে কিন্তু একটি কুচক্রিমহল বাধা দেয়ার অপচেষ্টা করছে। এছাড়া বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরকার প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। এ সংবাদ জানাজানি হলে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ও চুক্তির বিরোধীতাকারীরা গত রবিবার রাতে ‘বাংলাদেশ-ভারত ছিটমহাল বিনিময় সমন্বয় কমিটি’র অফিস ভাংচুর শেষে বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা পুড়ে দেয়। ভাংচুর ও পুড়ানোর সন্ত্রাসী ঘটনার নেতৃত্ব দেন ছিটমহালের মৃত মকবুলের ছেলে মিজানুর (৩৪),আজিজের ছেলে বাচ্চু (৩২), খলিলের ছেলে আলতাফ (২৮), আফজালের ছেলে শফিকুল (২২),আব্দুল জলিলের ছেলে আব্দুর রশিদ (৩৩), মৃত জনে মামুদের ছেলে মহির (৩০) ও জহির (২৭) এবং টকনার মোড়ের টনকা আজিজ (৫৫)। সোমবার দুপুরে জ্বালাও পোড়াও ও অফিস ভাঙচুরের প্রতিবাদে ছিটমহালবাসী লাঠি মিছিল শেষে কয়েকশত লোক সমাবেশ করে জনগণের জানমালের নিরাপত্তাসহ মাদকমুক্তির ঘোষণা দেন। এসময় ‘বাংলাদেশ-ভারত ছিটমহাল বিনিময় সমন্বয় কমিটি’র বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান ও দাসিয়ার ছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, নুর আলম, আলমগীর হোসেন, মিজানুর রহমান, নজরুল ইসলাম, প্রতাপ চন্দ্র রায় প্রমুখ বক্তব্যে জানান, মঙ্গলবার জেলা প্রশাসককে স্মারকলিপি দেবেন। ছিটে উদ্বুদ্ধ পরিস্থিতি সম্পর্কে ‘বাংলাদেশ-ভারত ছিটমহাল বিনিময় সমন্বয় কমিটি’র ভারত ইউনিটের সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত মোবাইলে জানান, মুক্তি চাওয়া মানুষের চাহিদা, সে চাহিদায় যদি কেউ আক্রমণ করে তবে এটাই হবে পরিণতি। মুক্তিতে বাধা দিয়ে রুখতে পারবে না।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *