Connect with us

শিক্ষাঙ্গন

জেএসসি পরীক্ষায় রংপুর বিভাগে জিপিএ-৫ ছেলের চেয়ে মেয়েরাই এগিয়ে

Published

on

রংপুর বিভাগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ ছেলেদের চেয়ে মেয়েরাই এগিয়ে। এ বিভাগে মোট জিপিএ-৫ এর সংখ্যা ২০ হাজার ২৫৯ জন। শতকরা পাসের হার ৯০ ভাগ। বিভাগের মধ্যে জিপিএ-৫ এর সংখ্যা সবচেয়ে বেশি রংপুর জেলায়।

শিক্ষা অফিস সূত্র জানায়, রংপুরে মোট পরীক্ষার্থী ছিল ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে পাশ করেছে ৩৭ হাজার ৩১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ছেলে ২ হাজার ৪২৯ জন ও মেয়ে ২ হাজার ৯৮১ জন। পাশের হার ৯২ দশমিক ৮৯ ভাগ। গাইবান্ধায় মোট পরীক্ষার্থী ৩০ হাজার ৮৬৬ জন। এর মধ্যে পাশ করেছে ২৮ হাজার ৬৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ছেলে ১ হাজার ৬৬০ ও মেয়ে ১ হাজার ৭৯৪ জন। পাশের হার শতকরা ৯২ দশমিক ৯০ ভাগ। নীলফামারীতে মোট পরীক্ষার্থী ২৭ হাজার ৬৬২ জন। এর মধ্যে পাশ করেছে ২৩ হাজার ৭৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ছেলে ৯৪১ জন ও মেয়ে ৯৯৪ জন। পাশের হার শতকরা ৮৬ দশমিক ০৩। কুড়িগ্রামে মোট পরীক্ষার্থী ২৫ হাজার ৫০৭ জন। এর মধ্যে পাশ করেছে ২৩ হাজার। জিপিএ-৫ পেয়েছে ছেলে ৯৫০ জনও মেয়ে ১ হাজার ১৭৬ জন। পাশের হার শতকরা ৯০ দশমিক ১৭ ভাগ। লালমনিরহাটে মোট পরীক্ষার্থী ১৯ হাজার ৮২৫ জন। এর মধ্যে পাশ করেছে ১৬ হাজার ৭৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ছেলে ৩৬৩ জন ও মেয়ে ৫১৫ জন। পাশের হার শতকরা ৮৪ দশমিক ৪২ ভাগ। দিনাজপুরে মোট পরীক্ষার্থী ৪৪ হাজার ৭২৪ জন। এর মধ্যে পাশ করেছে ৩৭ হাজার ৯৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ছেলে ১ হাজার ৬৫৮ জন ও মেয়ে ২ হাজার ১৪৮ জন। পাশের হার শতকরা ৮৪ দশমিক ৭৭ ভাগ। ঠাকুরগাঁওয়ে মোট পরীক্ষার্থী ২৩ হাজার ১৩৯ জন। এর মধ্যে পাশ করেছে ২০ হাজার ৩১৯ জন। জিপিএ-৫ পেয়েছে ছেলে ৭৮১ জন ও মেয়ে ৮২৪ জন। পাশের হার শতকরা ৮৭ দশমিক ৮০ ভাগ। পঞ্চগড়ে ১৬ হাজার ৩৪৯ জন পাশ করেছে। জিপিএ-৫ ছেলে ৩২৩ জন ও মেয়ে ৪৭৩ জন। পাশের হার শতকরা ৮৫ দশমিক ৪৩ ভাগ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *