Connect with us

জয়পুরহাট

জয়পুরহাটের তিলকপুর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

Published

on

3আবু রায়হান, জয়পুরহাট: হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সারাদেশ ব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে ৮ নভেম্বর সকাল ১১ টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাধীন ৪ নং তিলকপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে চেয়ারম্যান ও সদস্যদের সাথে হিযবুত তওহীদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ শির্ষক শ্লোগানে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় হেযবুত তওহীদের জয়পুরহাট জেলা আমির মোঃ শাকিব হোসেন লিটন এর সভাপতিত্বে আক্কেলপুর উপজেলা আমির মোঃ আবু রায়হানের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় আমির মোঃ জুবায়ের আহম্মেদ নূহু তার বক্তব্যে বলেন আজ বাংলাদেশের মানুষ চরম সংকটময় পরিস্থিতিতে বসবাস করছে তার কারণ হলো বর্তমানে যে ইসলাম চলছে এই ইসলাম প্রকৃত ইসলাম নয়, একটি অসাধু কুচক্রি মহল সাধারণ ধর্মভিরু মানুষের ধর্মিয় মন-ঈমানকে ইসলামের কিছু ভ‚ল অপব্যখ্যা ও ফতোয়বাজি করে তাদের ধর্মবিশ্বাশকে ভ‚লখাতে প্রবাহিত করে দেশে নৈরাজ্য হানাহানি ও রক্তপাতে লিপ্ত করছে। তাদের কথায় প্ররোচিত হয়ে সাধারণ মনুষ মনে করছে এটা করছে ধর্মের কাজ করা হবে কিন্তু মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) জাতিকে এই শিক্ষা দেয়নি। এ সময়ে তিনি হযরত মোহাম্মদ (সাঃ) এর একটি হাদিস পর্যালোচনা করে বলেন মানুষকে হত্যা নাকরে মানুষকে বাঁচানোই হলো প্রকৃত ধর্ম। তিনি আরো বলেন একদিন আল্লাহ্র রসূল (সাঃ) কাবা ঘড়ের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন ঠিক সে সময়ে একজন সাহাবি এসে বললেন ইয়া রসূলল্লাহ্ আপনি দোয়া করুন আল্লাহ্র কাছে আমাদের বিরুদ্ধকারিরা যেন ধংশ হয়ে যায় তখন আল্লাহ্র রসূল (সাঃ) তার কথা শুনে সোজা হয়ে বসে বললেন খুব শিঘ্রই এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে এক একটা যুবতি নারী গায়ে সর্ণঅলংকার পরিহিত অবস্থায় হাদরা মাউথ থেকে সানা পর্যন্ত রাতে অন্ধকারে একা ভ্রমন করবে তার মনে আল্লাহ্ ও বণ্য প্রাণি ছারা অন্য কিছুর ভয় থাকবেনা। কিন্তু আজ এই সোনার বাংলাকে ইরাক, সিরিয়া, লিবিয়া ও আফগানিস্তানে পরিনত করার লক্ষ্যে জাতী বিনাসি কর্মকান্ডে তারা জঙ্গিবাদি কর্মকান্ডে একটি শ্রেণী ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যহার করছে তাদের সার্থ হাসিরে লক্ষ্যে। এ চরম সংকটময় পরিস্থিতি থেকে জাতির মুক্তির পথ নিয়ে হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমাম মাননীয় এমামুয্যামানের অনুসারিরা মানবতার কল্যাণে নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে সারা বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিঃসার্থভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে মাননীয় প্রধান মন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে আইন শৃংখলা বাহীনীসহ সমাজের সকলকে এগিয়ে আসতে বলেছেন, কিন্তু আমরা হেযবুত তওহীদ বলছি শুধুমাত্র বল প্রয়োগ করে এই সমস্যা নির্মূল করা সম্ভব নয়, বল প্রয়োগের পাশাপাশি সঠিক একটি ধর্মীয় আদর্শের প্রয়োজন এবং সেই আদর্শ নিয়ে হেযবুত তওহীদ মাঠে কাজ করছে। এ সময়ে তিনি আরো বলেন এখনই সময় আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই সকল প্রকার অন্যায় অশান্তি ও হানাহানির বিরুদ্ধে। উক্ত মত বিনিময় সভায় ৪ নং তিলকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম মাহমুদ সজল তার বক্তব্যে বলেন আমরা বাঙ্গালী জাতী বীরের জাতি ৭১ সালে আমার আমাদের জীবন বাজি রেখে মাতৃভ‚কে রক্ষা করেছি ইনশাল্লাহ এখনো আমাদের শরিরের সমস্ত রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের দেশে জঙ্গিবাদের কোন অস্তিত্ব রাখবনা বলে তিনি হেযবুত তওহীদের কার্যক্রমের প্রসংশা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডি এম রাহেল ইমাম, ৪ নং তিলকপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার ও প্যানের চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম, ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ জিল্লুর রহমান, ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দুর সবুর পিন্টু, ৯নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম, ১ নং ওয়ার্ড মেম্বার মোখলেছুর রহমান, সংরক্ষিত মহিলা মেম্বার মোচাঃ আকলিমা, ৬ নং ওয়ার্ড মেম্বার ইয়াছিন আলি ও ইউপি সচিব মোঃ শাহজাহান প্রমুখ। সভায় উপস্থিত সকলে এই ইউনিয়নের প্রত্যকটি গ্রামে ,পাড়ায়, মহল্লায় গিয়ে আপনার সাধারণ মানুষকে বোঝাতে এই মহোতি কার্যে ৪ নং তিলকপুর ইউনিয়ন পরিষদের পক্ষ্য থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *