Connect with us

জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতা-কর্মীর আওয়ামীলীগে যোগদানের ঘোষনা

Avatar photo

Published

on

Joypurhat BNP-JAMAT Jogdan  News 6 6 15 (2)

পাঁচবিবি প্রতিনিধি, জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিএনপি-জামায়াতের ৫ শতাধিক নেতা-কর্মী আওয়ামী যোগদানের ঘোষনা দেন। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর পার্ক চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ যোগদানের ঘোষনা দেন বিএনপি-জামায়াত থেকে সদ্য যোগদান করা নেতা-কর্মী-সমর্থকরা।

সংবাদ সম্মেলনে বিএনপি-জামায়াত থেকে যোগদানকারীদের পক্ষ্যে লিখিত বক্তব্য পাঠ করেন, সদ্য আওয়ামীলীগে যোগদান করা পাঁচবিবি উপজেলা জামায়াতের মসলিশে সূরা’র কর্ম পরিষদ সদস্য আব্দুস সালাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু, পাঁচবিবি পৌর মেয়র ও পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবু সাঈদ আল মাহবুব চন্দন, আবু বকর সিদ্দিক, রেজাউল করিম প্রমূখ। সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াত থেকে আওয়ামীলীগে যোগদান করা প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

তবে সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু বলেন, আওয়ামীলীগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি ও জামায়াত থেকে যে সব নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদানের ঘোষনা করলেন তাদেরকে এক্ষুনি দলে ভর্তি করা হচ্ছে না। আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বিবেচনাসহ বিষয়টি আওয়ামীলীগে উত্থাপন করা হবে। অনুমোদন প্রাপ্তির পরই কেবল তারা আওয়ামীলীগের কর্মী হতে পারবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জয়পুরহাট

জয়পুরহাটে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

Avatar photo

Published

on

বিডিপি ডেস্ক:
জয়পুরহাটের ক্ষেতলালে পারিবারিক কলহের জেরে স্বামীর দেয়া আগুনে দগ্ধ মঞ্জিলা খাতুন (২৮) মারা গেছেন।

শুক্রবার দুপুরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মঞ্জিলা খাতুন জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আবদুস সবুরের মেয়ে।

ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল জানান, পাঁচ বছর আগে ক্ষেতলাল উপজেলার রোয়ার গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম রনির সঙ্গে বিয়ে হয় মঞ্জিলার। বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ শুরু হয়। দাম্পত্য কলহের জেরে গত ২৬ জুলাই দুপুরে নিজ বাড়িতে মঞ্জিলার গায়ে আগুন ধরিয়ে দেন শরিফুল।

নিরেন্দ্রনাথ মণ্ডল বলেন, তাকে উদ্ধার করে প্রথমে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে স্থানান্তর করেন। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

ওসি বলেন, পুলিশ শরিফুল ইসলাম রনিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহতের বাবা আবদুস সবুর বাদী হয়ে থানায় মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Continue Reading

Highlights

আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Avatar photo

Published

on


আবু রায়হান, জয়পুরহাটঃ
প্রতিষ্ঠালগ্ন হতে প্রতি বছরের ন্যয় এ বছরেও আক্কেলপুর উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২রা জুন রবিবার জয়পুরহাটের আক্কেলপুর রেলগেট সংলগ্ন উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বিকাল ৫.৩০ মিনিটে উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বীরেন চন্দ্র দাস এর সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবু রায়হান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে ইফতার পূর্ব আলোচনা ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার সালাহ্উদ্দিন আহমেদ। আলোচনা পর্ব শেষে দেশ ও জাতীর কল্যাণে পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কিরণ কুমার রায়।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন আক্কেলপুর পল্লী বিদুৎ অফিসের (ডি,জি,এম) গবিন্দ্র চন্দ্র শীল, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম বাবলু, আক্কেলপুর উপজেলা জাতী পার্টির সভাপতি আবু ওহাব চৌধুরী, আক্কেলপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রানা চৌধুরী, আক্কেলপুর পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুর রাহিম বাঁধন ও ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মামুনুর রশিদ, নাট্যকর্মি আমর হোসেন মিন্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিরেন দাস, সাংবাদিক মোঃ সকেল হোসেন, মোঃ ইউসুফ আলীসহ প্রিন্ট-ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Continue Reading

Highlights

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Avatar photo

Published

on


আবু রায়হান, জয়পুরহাটঃ
প্রতি বছরের ন্যয় এ বছরেও জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ মে মঙ্গলবার জয়পুরহাট জেলা প্রেসক্লাব সংলগ্ন রুচিতা হোটেল এন্ড রেস্টুরেটে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় জেলা/ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে ইফতার পূর্ব আলোচনা ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস. এম সোলায়মান আলী। আলোচনা পর্ব শেষে সকল সাংবাদিকদের অনুরুধে পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও মোনাজাতে দেশ ও জাতীর উদ্দেশ্যে বিশেষ দোয়াও করেন তিনি।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মতলুব হোসেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, জেটিভি নিউজ এর স্টাফ রির্পোটার আবু রায়হান, মিনহাজুর রহমান ছোটনসহ জেলার প্রিন্ট-ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Continue Reading