Connect with us

ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে অবৈধ্য ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের আভিযান

Published

on

শামীম খান ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন ইট ভাটা গুলোতে অভিযান চালিয়ে জরিমানা ও ড্রাম চিমনী ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে যশোর পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্টট ইশরাত জাহানের নেতৃতে মহেশপুর উপজেলার বিভিন্ন ইট ভাটা গুলোতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় র‌্যাডো ব্রিস্ক্রকে ৫০ হাজার,জুয়েল কে ২৫ হাজার, শাকিল কে ৪০ হাজার,মহেশপুর কে ১ লক্ষ মোট ২ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা আদায়,ড্রাম চিমনী ও মাসুম য়ে কাওকে না পাওয়ায় ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।
যশোর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট আতাউর রহমান জানান, ড্রাম চিমনী ও নিয়ম কানুন মেনে না চললে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান জানান, উপজেলায় প্রায় ২৫ টি ভাটা আছে,যার একটিও শত ভাগ আইন মেনে চলে না। তবে ৪/৫ টি ভাটা আইন মাফিক চলে। আইন মেনে না চলা পর্যন্ত এ অভিযান চলবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *