Connect with us

ঠাকুরগাঁও

ঠাকুরগাও রাণীশংকৈলে খরিপ মৌসুমে ডিলার পর্যায়ে ভূট্টা চাষের কর্মশালা

Published

on

রাণীশংকৈল, ঠাকুরগাও:  ঠাকুরগাওয়ের রাণীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টার হলরুমে খরিপ মৌসুমে ভূট্টা চাষের উপর আদর্শ চাষ প্রযুক্তি, ফসল কর্তন ও পরবর্তী ব্যবস্থাপনা বিপননের উপর ডিলারদের ওরিন্টেশন বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
সঠিক পরিচর্যা ও সময়মত বপনে ছোট মোচায় ফলন বেশী, ক্ষেতের ফসল ক্ষেতেই বিক্রয়যোগ্য, ংযধহশ খুবই চিকন বিধায় ফলন বেশী, তাপমাত্রা সহনশীল শক্ত মজবুত জাত, ডিকাল্ব ভুট্টা চাষ কৃষক বান্ধব বলে এটির গ্রহণযোগ্যতা বেড়েছে। ওরিন্টেশনে থ্রী এস এগ্রো সার্ভিসেস লিমিটেড’র ডিলারদের হাতে কলমে ভূট্টা চাষের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
ক্যাটালিষ্ট এবং এইজ কনসালটিং লিমিটেডের সহযোগিতায় থ্রী এস এগ্রো সার্ভিসেস এর আয়োজনে মাঠ পর্যায়ের ডিলার ওরিন্টেশনে মোঃ আনোয়ার চৌধুরী আরএসএম, মুরসালিকুর রহমান রকেট এরিয়া ম্যানেজার, মোঃ শাকিল আহম্মেদ মার্কেটিং অফিসার ও কোম্পানীর ডিলারগণ উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *