Connect with us

ঠাকুরগাঁও

ঠাকুরগাও রাণীশংকৈলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

Published

on

রাণীশংকৈল, ঠাকুরগাও: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল জগদল সীমান্তের ৩৭৪ পিলার এলাকায় সেক্টর কমান্ডার পর্যায়ের বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ বৈঠক চলাকালে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে আশানুরূপ আলোচনা হয়েছে বলে জানা যায়। আলোচনাকালে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সীমান্তে মানুষ হত্যার বিষয়টি আলোচনায় উঠে আসে গুরুত্ব সহকারে।
এসময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি ডিরেক্টর জেনারেল মোঃ কামরুল হক পিএসসি সেক্টর কমান্ডার, ডিরেক্টর তুষার বিন ইউনুস কমান্ডিং অফিসার (বিজিবি-৩০), ডিরেক্টর আরিফুল হক কমান্ডার অফিসার (বিজিবি-১৮), সেক্টর ষ্টাফ অফিসার মোঃ আরিফ শাহরিয়ার সেক্টর ষ্টাফ অফিসার, এ্যাডিশন্যাল ডিরেক্টর মোঃ তুষার বিন ইউসুফ ও ভারতীয় বিএসএফের পক্ষে ব্রিগেডিয়ার এএস পানওয়ার ভিএসএম সেক্টর কমান্ডার, এসএইচ এল কে কে লাল কমান্ডার (বিএসএফ-১০৯), এসএইচ এ এস রাথর কমান্ডার(বিএসএফ ১৩৪), এসএইচ নানন্দ রাম কমান্ডার (বিএসএফ-১৩৯) সহ বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *