Connect with us

বিনোদন

তথ্যমন্ত্রীর সঙ্গে শাকিব

Published

on

b-6
বিনোদন প্রতিবেদক:
দেশীয় চলচ্চিত্রের উৎকর্ষে অবদান রাখার লক্ষ্যে প্রযোজনায় এসেছেন শাকিব খান। আগামীতে প্রযোজক হিসেবে ভালো কিছু ছবি নির্মাণের প্রতিশ্র“তি দিয়ে নতুন পরিচয়ে যাত্রা শুরু করেন তিনি। কিন্তু এখন চলচ্চিত্র শিল্পে এগিয়ে যাওয়ার পথে অন্যতম অন্তরায় পাইরেসি। এ বিষয়ে কথা বলতে নিজে থেকেই তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ১৩ আগস্ট সকালে রাজধানীর সচিবালয়ে যান শাকিব। সেখানে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে আলোচনা হয়। জনপ্রিয় এই অভিনেতা জানান, ‘আমরা দেশীয় চলচ্চিত্রের নানাদিক নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা করেছি। এর মধ্যে দেশীয় ছবির পাইরেসি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছি তাকে। তিনি এ দেশের চলচ্চিত্রাঙ্গনকে ভালোবাসেন। তিনি আশ্বাস দিয়েছেন, শিগগিরই এ বিষয়ে একটি নীতিমালা তৈরি করবেন। আশা করছি, পাইরেসি নির্মূলে কার্যকরী আইন তৈরি হবে।’ গত রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান প্রযোজিত প্রথম ছবি ‘হিরো দ্য সুপারস্টার’। এখন হাতে থাকা ছবিগুলোর কাজের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন (২৩ আগস্ট) নিয়ে ব্যস্ত আছেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *