Connect with us

কবিতা

তাপস বিশ্বাসের কবিতা – বেঁচে থাকার ভান

Published

on

কবিতা

বেঁচে থাকার ভান

   তাপস বিশ্বাস


বেঁচে থাকায় দোষ নেই
সবাই বাঁচতে চায়
বেঁচে থাকার অভিনয়টাই ঝামেলার।
যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা হারানো জীবন
মুখ থুবড়ে পড়া বাক্যের মত অর্থহীন,
ন্যাড়া বটগাছের মতই ছায়াহীন
মৃতনদীর মত ফেরারি সময়ের সাক্ষী।
গুরুচণ্ডালী দোষে দুষ্ট জীবন
মাদাম তুসোর জাদুঘরে রাখা
মন-প্রাণহীন মোমের পুতুল।

যোগ্যতার অযোগ্য ইতিহাস বুকে নিয়ে
চায়ের কাপের অপেক্ষায় থাকে
খবরের কাগজ। ডুকরে কেঁদে ওঠে সে
মানুষের মৃত চোখেরা দেখে যায়
তার চোখের জল। ভুলে যায় তা মুছে দিতে;
কাপের চা কাপেই থাকে
চোখের জল চোখেই।
আজকের খবর বাসী হয় কাল
নতুন খবরের নিচে চাপা প’ড়ে
হারিয়ে যায় কালের কৃষ্ণগহ্বরে।
বেঁচে থাকায় দোষ নেই
অভিনয়টাই ঝামেলার।

আসক্তির হিসাব বড়ই জটিল
স্তন আর নিতম্ব দুলিয়ে
অশ্লীল নেচে যায় বেশরম নাচনেওয়ালি।
নৃত্যকলার অনুপস্থিতিতে কপালে জোটেনা
নৃত্যশিল্পীর খেতাব। দর্শকরা ঘুমে অচেতন
সুযোগ বুঝে রক্তে চুমুক লাগায়
ব্যক্তিত্বহীন ছারপোকা আর মশাদের দল,
জীবনের নদীতে অনন্ত ভাটা
জোয়ারের দেখা মেলা দায়।
বেঁচে থাকায় দোষ নেই
অভিনয়টাই ঝামেলার।

গলা ফাটিয়ে স্বপ্নের ফেরী করে বেড়ায়
দৈত্যাকৃতির গলাবাজ। শ্রোতাদের কানের পর্দা
ফেটেছে আগেই, শোনার ভান শুধু;
আকাঙ্ক্ষা নেই সুরহীন সংগীত শোনার
উৎসাহের কমতি নেই তবু কর্কশ কণ্ঠের,
রাগ-রাগিনী লজ্জায় মৃত।
জলসাঘরের দরজার গোপন তালা
ঝুলতে থাকে অনন্তকাল ;
বেরোবার পথ নেই
অন্ধকারে চক্কোর খায় জ্বরাক্রান্ত জীবন।
বেঁচে থাকায় দোষ নেই
অভিনয়টাই ঝামেলার।

বিডিপি/এমএম

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *