Connect with us

জাতীয়

দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের হুমকি

Published

on

যশোর প্রতিনিধি:
২১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৮ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি। যশোর-খুলনা, যশোর-নড়াইলসহ বিভিন্ন সড়ক সংস্কার, অবৈধ নসিমন করিমন চলাচল বন্ধসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। এ দাবি আদায়ের লক্ষে একটি আন্দোলন বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। ৭ সদস্যের এ কমিটিতে যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সহসভাপতি পবিত্র কাপুড়িয়াকে আহ্বায়ক করা হয়েছে। আগামীকাল বেলা ১১টায় এ উপলক্ষে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।
যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সহ-সভাপতি পবিত্র কাপুড়িয়া জানান, সরকারি ও হাইকোর্টের সিদ্ধান্ত উপেক্ষা করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে অবৈধ যান নসিমন, করিমন টেগার, টে¤পু, জেএসএ, মহেন্দ্র ও ইজিবাইক চলাচল করছে। পাশাপাশি যশোর-খুলনা, যশোর-নড়াইল, যশোর-মাগুরা, যশোর-চৌগাছাসহ বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এছাড়াও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, দৌলতদিয়া ঘাটে হয়রানি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং গাড়ির চ্যাসিস, টায়ার, টিউব, যন্ত্রাংশ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে পরিবহন মালিক ও শ্রমিকরা দুর্বিষহ অবস্থার মুখে পড়েছে। এ নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দর সমন্বয়ে ৫ দফা দাবি আদায়ে আন্দোলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এ দাবি আদায়ে কমিটি আজ বেনাপোলে, বৃহ¯পতিবার চাঁচড়া মোড়ে এবং শনিবার মনিহার মোড়ে সমাবেশ করবে। এতেও দাবি আদায় না হলে ২১ সেপ্টেম্বর রোববার সকাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *