Connect with us

খুলনা

দাকোপে অসহায় ছিন্নমূল হিন্দু পরিবারদেরকে বাসগৃহ থেকে উচ্ছেদসহ ধর্মান্তর করার চেষ্টার অভিযোগ

Published

on

দাকোপ প্রতিনিধি : 
খুলনার দাকোপের আচাভুঁয়া রুদীর হিন্দু পাড়ায় বসবাসরত হিন্দু ভূমিহীনদের বাসগৃহ থেকে উচ্ছেদ, মন্দির ভেঙ্গে ধর্মান্তরের চেষ্টা এবং স্ট্যাস্পে সহি করার হুমকির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভুক্তভোগী পরিবারের পক্ষথেকে দরখাস্ত করার অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী তথা ভুক্তভোগী পরিবার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ সুত্রে জানা যায়, দাকোপ উপজেলা সদর চালনা আচাভঁয়া গ্রামের খ্রীষ্টান বিদেশী সংস্থা কর্তৃক পূরাতন পরিচালক বর্নালী রুদী ভূমিহীন,ছিন্নমুল,অসহায় দরিদ্র ২০টি হিন্দু পরিবারের ১৭৫ জন সদস্যের জন্য আচাভুঁয়া এলাকায় রুদীর হিন্দু পাড়া নামক স্থানে স্থায়ী ভাবে গৃহ নির্মান করে বসবাসের ব্যবস্থা করে দেয়। তারা সেখানে দীর্ঘ ১১/১২ বৎসর বসবাস করে নিজেদের মন্দির স্থাপন করে হিন্দু ধর্ম পালন করে আসছে। কিন্তু গত ৪ জুলাই, শুক্রবার সন্ধায় ইটালিয়ান সংস্থার আচাভঁয়া এলাকায় দায়িত্বরত ফ্রাল্কা, আলেক্স, কালু, পিউরো,জীবন্ত নাথসহ ৯ জন বিবাদ সৃষ্টি কারী ব্যক্তি একত্রে তাদের ধমীয় পূজা অর্চনা ও মুন্দিরের সংস্কারের কাজে বাঁধা প্রদানসহ মহিলাদের সাথে দুর্ব্যবহার করে। তারা প্রকাশ্যে হুমকি প্রদান করে বলে এ পাড়ায় কোন প্রকার পূজা অর্চনা করা যাবেনা। এখানে থাকতে গেলে খ্রীষ্টান ধর্ম গ্রহন করতে হবে। আমাদের কথার অবাধ্য হলে পাড়া থেকে উচ্ছেদ করবো। অভিযোগ সুত্রে আরো জানা যায়, আগামী ১০ দিনের মধ্যে যারা স্ট্যম্পে সহি(স্বাক্ষর) করে খ্রীষ্টান ধর্ম গ্রহন না করবে তারা এখানে থাকতে পারবে না। এ পাড়ায় দ্রুত খ্রীষ্টান ধর্মের সাইনবোর্ড টানানো হবে। তাছাড়া বিগত ২০১২ সালে ৯ আগষ্ট উপরোক্ত বিবাদ সৃষ্টি কারী ব্যক্তিগন একই মন্দিরে ভাংচুর ও লুটপাট চালায়। ঘটনার প্রতিবাদ করলে তাদেরকে মারধর করতে উর্দ্ধ্যত হয়। পরিস্থিত ভংকর রুপ নিলে তারা ভয়ে স্থানীয় চালনা পৌর সভার মেয়রসহ গনমান্য ব্যক্তিদের বিষয়টি জানায় এবং বর্তমান ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারসহ এলাকার সচেতন জনগন বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার নিকট দ্রুত তদন্তপূর্বক বিবাদ সৃষ্টিকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দের কাছে জানতে জনতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন ভুক্তভোগী পরিবারের পক্ষথেকে ০৫/০৭/১৫ তারিখে লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে নোটিশ দিয়ে শুনানী শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *