Connect with us

কুষ্টিয়া

দাকোপে নানা আয়োজনে পৃথকভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন

Published

on

দাকোপ (খুলনা) অফিস: “নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  দাকোপে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দাকোপ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে নারী দিবসের অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলায় কর্মরত বেসরকারী সংস্থাগুলোর যৌথ সহায়তায় উপজেলা চত্বর থেকে র‌্যালী চালনা বাজার প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচী শেষ হয়। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, ভাইস চেয়ারম্যান গৌরপদ মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খান মোতাহার হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এনজিও প্রতিনিধি নজরুল ইসলাম, দীপক রায়, হারুনুর রশীদ, মিজানুর রহমান, অনিমেষ মন্ডল, লতিকা বিশ্বাস, আফরোজা নারগিস, সুরাইয়া সুলতানা, উলাসীর রিফ্লেক্স সার্কেল সদস্য সুলতা মন্ডল, শান্তি লতা শীল, ঋষিকা নন্দা গাইন, লতিকা রানী রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মঞ্জুর মোর্শেদসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। সবশেষে লোককেন্দ্র ফোরাম ও এলাকার নারী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলার কামারখোলা ও সুতারখালী ইউনিয়নে প্রাণী সম্পদের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবীতে নির্বাহী অফিসার মাধ্যম স্থানীয় সংসদ সদস্য বরাবর স্বারকলিপি দেওয়া হয়। এরপর একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুৃষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।অপরদিকে দাকোপে বেসরকারী সংস্থা পিএসটিসি’র আয়োজনে ও পপুলেশন কাউন্সিলের সহযোগীতায় পৃথকভাবে নারী দিবস পালন হয়েছে। গতকাল রবিবার বেলা ১২ টায় স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ উপলক্ষে কুইজ ও বিতর্ক প্রতিযোগীতা নাটক মঞ্চস্থ এবং পুরুস্কার বিতরন করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *