Connect with us

দেশজুড়ে

নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের নির্যাতনে ২ বাংলাদেশি নিহত

Published

on

download (26)নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের নির্যাতনে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টায় জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে এ ঘটনাঘটে। নিহত নূরুল ইসলাম সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে ও ইসলাম পাশের সীমলডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোরে স্থানীয় বেশ কয়েকজন গরু ব্যবসায়ী কলমুডাঙ্গা সীমান্তের ২৩৪ নম্বর পিলারের কাছে ভারতীয় গরু আনতে যায়। এ সময় বিএসএফ সোয়ানঘাট ব্যাটালিয়নের সদস্যরা তাদের ধাওয়া করে নূরুল ও ইসলামকে ধরে নিয়ে যায়। পরে নির্যাতন করে নূরুলকে হত্যা ও ইসলামকে আহত করে সকাল ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরে ফেলে রেখে যায় বিএসএফ। পরে চিকিৎসাধীন অবস্থায় ইসলামের মৃত্যু হয়।

১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক রফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *