Connect with us

দেশজুড়ে

নওগাঁয় রোপা আমন ধানে ইঁদুরের আক্রমন,হতাশায় কৃষকরা

Published

on

img_20161026_084013
আল ইমরান,নওগাঁ: বাংলােদশ কৃষি প্রধান দেশ। নওগাঁ জেলা কৃষিপণ্য উৎপাদনে বাংলােদশের মধ্যে একটি উন্নতম জেলা। নওগাঁ সদর ও নিটকতম উপজেলায় গত বছরের চেয়ে এ বছরে ব্যাপকহারে রোপা আমন ধান চাষ করেছেন কৃষকরা। এ বছরে রোপা আমন ধান চাষে বাম্পার ফলনের স্বপ্ন দেখছিল উক্ত উপজেলার কৃষকরা। কিন্তু ধান ফলার পর থেকে ইঁদুরের আক্রমনে হতাশা ও দু:শ্চিন্তায় পড়েছেন কৃষকরা। নওগাঁ সদর উপজেলার মাগুড়া এলাকায় কৃষক মো.গোলাম মোস্তফা(৫৮) জানান, তিনি প্রায় আড়াই বিঘা জমিতে রোপা আমন ধান চাষ করেন। কিন্তু তাঁর রোপা আমন ধানে ইঁদুরের আক্রমনে প্রায় ১২ কাঁঠা জমির ফসল নষ্ট করেছে। কোনো প্রকার ইঁদুর নিধণ ঔষধ প্রয়োগে কাজ হচ্ছে না বলে তিনি জানান। তাছাড়া নওগাঁ সদর উপজেলার মাগুড়া এলাকার মো.আনোয়ার, মো.জব্বার, মো.আশরাফুল ইসলাম কৃষকদের জমির ফসলেও ইঁদুরের আক্রমন করেছে বলে জানা যায়। নওগাঁর বদলগাছী উপজেলার কুশারমুড়ি এলাকার কৃষক মো.হেলাল হোসেন(৩৫) জানান, তিনি প্রায় দেড় বিঘা জমিতে রোপা আমন চাষ করেছেন। তাঁর প্রায় ৮ কাঠা রোপা আমন ধানের জমিতে ইঁদুরের আক্রমনে জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া কুশারমুড়ি এলাকার মো.ফিরোজ, মো.ফেরদৌস, বাবু হোসেন কৃষকদের জমিতে ইঁদুরের আক্রমনে জমির ফসল নষ্ট হয়েছে বলে জানা যায়। ইঁদুর নিধণে কর্মরত কোনো ব্লক সুপারভাইজারগণ(বিএস) কৃষকদের সাহায্য সহযোগিতা করছেন না বলে জানা গেছে। বিডিপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *