Connect with us

দেশজুড়ে

সারাদেশে অব্যাহত নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

Published

on

sam_2758রেজাউল করিম, নরসিংদী: টড ৩ নরসিংদীতে দেশে ব্যাপী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে বিশাল এক মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর, রবিবার নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে ডিসি রোডে অনুষ্ঠিত মানব বন্ধন ও আলোচনা সভায় শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, মানব অধিকার সংগঠক, ব্যবসায়ী, ঠিকাদারসহ সকল শ্রেণী ও পেশার নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। মানব বন্ধনের ফেস্টুন সম্বলিত মূল শ্লোগানের মধ্যে ছিল, পুরুষ তুমি ধর্ষক না. মানুষ হও, বিচারহীনতার সংস্কৃতি ধর্ষকের সংখা বাড়ায়, মুনিরা আমাদেরই একজন, অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও, শরীর মন দুইই আমার, সিদ্ধান্ত ও আমার, ইয়াসমিন, তনু, খাদিজা, মুনিরা আর কত মৃত্যুর পর ঘাতক শাস্তি পাবে, ধর্ষনের দায় শুধু ধর্ষকেরই। নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক (এনএনপিএন) ও মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস)’র উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নরসিংদী জেলা সহকারী তথ্য অফিসার মিসেস সানজিদা আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মোঃ সাইদুজ্জামান, মনোহরদী ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ আলতাফ হোসেন। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) ও একশন এইড -বাংলাদেশ’র সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক (এনএনপিএন)’র সভাপতি ও মাদারস ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস)’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সংবাদিক ফাহিমা খানম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারন রায়, প্রবীন সাংবাদিক এম.এ.সালাম রানা, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন, সাংবাদিক মোঃ তোফাজ্জল হোসেন, নজরুল ইসলাম, এস.এম বেলাল, রেজাউল করিম, মোঃ স্বপন মিয়া, মানবাধিকার নেত্রী মোক্তা বেগম, ম্যাপস’র নির্বাহী পরিচালক মোঃ আলী হোসেন, এমডিএস’র প্রোগ্রাম অফিসার মোঃ আরিফ খাঁন প্রমুখ। মানববন্ধনকালীন বক্তারা নরসিংদী তথা সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতনসহ পারিবারিক সহিংসতা বৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে ধর্ষক সহ নির্যাতনকারী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। বক্তারা আরো বলেন শিবপুর উপজেলার শেরপুর গ্রামের চাঞ্চল্যকর কলেজ ছাত্রী মনিরা হত্যা সহ জেলার বিভিন্ন এলাকায় সংঘঠিত নারী ও শিশু নির্যাতনকারী প্রকাশ্য দিবালোকে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের তৎপরতার অভাবে নির্যাতনকারীরা একের পর এক নির্যাতন চালিয়েই আসছে। দেশের ক্রমবর্ধমান নির্যাতন ও সহিংসতা বন্ধে প্রচলিত আইনের সংস্কার করার জন্য সরকারের নিকট অনুরোধ জানান। অপর দিকে ধারাবাহিক এ সকল নির্যাতন ও সহিংসতা বন্ধে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *