Connect with us

চাঁদপুর

নারী পুরুষকে সমান সুযোগ প্রদান করে এগিয়ে যেতে হবে: মহীউদ্দীন খান আলমগীর

Published

on

img_20161114_142537মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জ্ঞান বিতরণের মাধ্যমে নারী-পুরুষকে সমান সুযোগ প্রদান করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার ও সমান সুযোগের কথা বলা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সংবিধানের উল্লেখিত নীতির প্রতি গুরুত্ব দেয়ার ফলশ্রুতিতে আজ সরকারের বিভিন্ন বিভাগে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। বিদ্যুৎ কে আমাদের উন্নয়নের ভিত্তি হিসেবে ব্যবহার করতে হবে। বিদ্যুৎ ব্যবহার করে কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি করতে হবে। ছোট-বড় কলকারখানা স্থাপন করে পণ্য সামগ্রীর উৎপাদন বাড়াতে হবে। তিনি আজ কচুয়া উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইসলামপুর, চাপাতলী, কহলথুরি ও পাড়াগাঁও গ্রামের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ছাড়াও একই স্থানে অনুষ্ঠিত হয় ড. মহীউদ্দীন খান আলমগীরের প্রয়াত পুত্রের নামে ড. জালাল আলমগীর পাঠাগার নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান ও মাদক, সন্ত্রাস-জঙ্গি বিরোধী, সমাবেশ।
সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে ও কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিনের পরিচালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসির মামুন, চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ও চাঁদপুরের পুলিশ সুপার সামছুন্নাহার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ ও কচুয়া থানা অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *