Connect with us

বিবিধ

নিটল মটরসের নতুন মডেলের ট্রাক্টর

Published

on

it-3
রকমারি ডেস্ক:
ইন্ডিয়ার প্রধান ট্রাক্টর ব্র্যান্ড এসকর্টসের দুটি নতুন মডেলের ট্রাক্টর বাজারে নিয়ে এসেছে নিটল মটরস। মডেল দুটি হচ্ছে- পাওয়ারট্রাক-৪৪৫৫ ডিএস প্লাস ইউরো (চঙডঊজঞজঅঈ-৪৪৫৫ উঝ চখটঝ ঊটজঙ) এবং ফার্মট্রাক-৬০৬০ হেরিটেজ (ঋজঅগঞজঅঈ-৬০৬০ ঐঊজওঞঅএঊ)। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নিটল মটরস লিমিটেডের চেয়ারম্যান আবদুর মাতলুব আহমেদ। আবদুর মাতলুব আহমেদ বলেন, ফার্মট্রাক-৬০৬০ ট্রাক্টরটি ৫০ এবং ৭৫ অশ্বশক্তি সম্পন্ন যা কৃষকদের চাষাবাদ, পরিবহনসহ বহুবিদ ব্যবহারে উপযোগী। এটি অত্যন্ত কর্মদক্ষ, জ্বালানি সাশ্রয়ী। ৪ সিলিন্ডার বিশিষ্ট এ ট্রাক্টরটি আধুনিক রোটাভেটর দিয়ে চাষের জন্য অন্যতম ট্রাক্টর। আর পাওয়ারট্রাক-৪৪৫৫ ট্রাক্টরটি এক নাগারে দীর্ঘ সময় চাষাবাদ করতে সক্ষম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এসকর্টসের চিফ অব ইন্টারন্যাশনাল বিজনেস রাজেশ কুমার, লিটল নিলয় গ্র“পের ব্যবস্থাপক (ব্যান্ড মার্কেটিং) মশিউর রহমান চৌধুরী খালেদ প্রমুখ। এর আগে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চতুর্থ এগ্রো বাংলাদেশ এক্সপো-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে নিটল মটরসের স্টলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নতুন মডেলের ট্রাক্টর দুটির উদ্বোধন করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *