Connect with us

বিবিধ

নিয়ম বহিরভুক্ত নিয়োগকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতাকে লাঞ্চিত

Published

on


সিটি রিপোর্টার: রংপুর মিঠাপুকুরের পায়রাবন্দ প্রাণ ডিপোতে নিয়ম বহিরভুক্ত নিয়োগকে কেন্দ্র করে জাতীয় শ্রমিক লীগ ৩নং পায়রাবন্দ ইউনিয়নে সভাপতি আলমগীর হোসেনকে লাঞ্চিতর ঘটনা ঘটেছে। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবসী সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে পায়রাবন্দ প্রাণ ডিপোতে নিয়োগ বন্ধ রয়েছে। কিন্তু ডিপোর ডি.এ.সি বহিরাগত বেশ কিছু লোককে গোপনে নিয়োগ প্রদান করে আসছে। এতে ঐ এলাকার বেকার যুবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং ঐ এলাকার বেকার যুবক ও অভিভাবকরা বিষয়টি জাতীয় শ্রমিক লীগের পায়রাবন্দ ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেনের কাছে অবগত করেন। এক পর্যায়ে শ্রমিক লীগ নেতা বিষয়টি সম্পর্কে গত সোমবার প্রাণ ডিপোর ডি.এ.সি এর সাথে আলোচনা করে। এতে করে ডিপোর কিছু অসাধু কর্মকর্তা ও ডি.এ.সির নিটকতম আত্মীয় বিষয়টিকে ‘আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানানোর চেষ্টা করে’। গতকাল মঙ্গলবার সকালে প্রাণ ডিপো হতে প্রায় ১ কিলোমিটার দূরে বেগম রোকেয়া সরণী গেটে ডি.এ.সি মোখলেছুর রহমান ও শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিক নেতা নিয়ম বহিরভুক্ত নিয়োগের প্রশ্ন তুললে এতে ডি.এ.সির সাথে থাকা কয়েকজন কর্মকর্তা ও নিকটতম আত্মীয়রা ক্ষীপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে মোবাইল ফোনে বহিরাগত লোক ডেকে নিয়ে হট্টগোল শুরু করে শ্রমিক নেতাকে লাঞ্চিত করে প্রাণ ডিপোতে ফিরে যায় এবং শ্রমিক লীগ নেতাকে ডিপোতে ডেকে নেয়। ডিপো কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসে উভয়ের মাঝে সমাঝোতা করে দেন। স্থানীয় বেকার যুবকদের নিয়োগ প্রদানের বিষয়টিও তিনি ডিপো কর্তৃপক্ষকে আমলে নেওয়ার আহবান জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *