Connect with us

দেশজুড়ে

নেত্রকোনার আটপাড়া কলেজ জাতীয়করণের দাবীতে সমাবেশ অব্যাহত

Published

on

atpara college netrokonaনেত্রকোনা প্রতিনিধি: জেলার আটপাড়া কলেজকে জাতীয়করণের দাবীতে মিছিল সমাবেশ অব্যাহত আছে। কলেজের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের সকল শিক্ষার্থীরা ক্লাসবর্জন করে মিছিলে যোগ দেয়।
জানা গেছে, জেলার আটপাড়া কলেজ জাতীয়করণের দাবীতে এলাকাবাসী কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অব্যাহতভাবে পালন করে যাচ্ছে। বুধবার কলেজের প্রাক্তন ছাত্র জহিরুল ইসলাম খান হীরা ও জিয়াউল হক চৌধুরীর নেতৃত্বে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে কলেজের শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউএনও অফিসের সামনে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- স্বরমুশিয়া ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তার, আওয়ামী লীগ নেতা হাজী মোজাম্মেল হক, কলেজের প্রাক্তন ছাত্র জহিরুল ইসলাম খান হীরা, জিয়াউল হক চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস, শরিফুল ইসলাম খান রুবেল, অধ্যাপক মানিক রায়, অধ্যাপক সবুজ মিয়া, শিক্ষক কুতুব উদ্দিন প্রমুখ। সমাবেশে কলেজ সরকারীকরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। অন্যদিকে মঙ্গলবার রাতে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে একই দাবীতে কলেজ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, অধ্যাপক মানিক রায়, অধ্যাপক তপন কুমার সাহা প্রমুখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *