Connect with us

জাতীয়

নোয়াখালীর ভাসানচরে চলছে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া

Published

on

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। এজন্য বাংলাদেশ নেভিকে দায়িত্ব দেয়া হয়েছে। সব কিছুই এখনো পরিকল্পনা পর্যয়ে রয়েছে। শিক্ষা-চিকিৎসা-আবাসনসহ সকল আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে শরণার্থী শিবির গড়ে তোলা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। রোহিঙ্গাদের ওপর প্রশাসনের শক্ত নজরদারী থাকবে। তবে পরিকল্পনা অনুযায়ী তাদের এখানে আনা হবে।’

‘এব্যাপারে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা রয়েছে’ বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি মানবতার কাজ কারণ তারা ভিটে-মাটি সহায়-সম্বল ফেলে এদেশে পালিয়ে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ মানবিক কাজের জন্য বিশ্ববাসী এখন তাকে মাদার অব হিউম্যানেটি আখ্যায়িত করেছেন।

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের পুনর্বাসনের জন্য নির্ধারিত নোয়াখালীর হাতিয়ার ভাসানচর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বৃহস্পতিবার হেলিকপ্টার যোগে ভাসানচরে আসেন এবং শরণার্থী প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব এর মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির উজ জামান, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ, কোস্টগার্ডের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, অতিরিক্ত আইজিপি এসবি জাবেদ পাটোয়ারীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *