Connect with us

দেশজুড়ে

নড়াইলে ব্যতিক্রমী স্কুল ভিত্তিক ম্যারাথন হাঁটা কর্মসূচি

Published

on

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ব্যতিক্রমী স্কুল ভিত্তিক ম্যারাথন হাঁটা কর্মসূচি পালিত হয়েছে। ‘হাঁটি স্বাস্থ্য গড়ি, ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখি, একটি দূষণমুক্ত পরিবেশ গড়ি’- এ লক্ষকে সামনে রেখে হেল্প ফর ইউ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। রোববার সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নড়াইল প্রেসক্লাব পর্যন্ত দুই কিঃমিঃ হাঁটা কর্মসূচীর উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সাবেক কৃতি ফুটবলার কায়সার হামিদ, হেল্প ফর ইউ সংস্থার সভাপতি জান্নাতুল মাওয়া রনি, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উজ্জ্বল রায়, আল-আমিন, ইমরান, অনলাইন মিডিয়ার সাংবাদিক মোঃ হিমেল মোল্যা প্রমুখ। ৫ম শ্রেনি, অষ্টম শ্রেণি ও দশম শ্রেণির ৫০ জন ছাত্র এ ম্যারাথন হাঁটায় অংশগ্রহণ করে। পরে চিত্রশিল্পী সুলতান মঞ্চে তাদের সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া গরীব ও মেধাবী ৯জনকে আগামী এক বছরের জন্য শিক্ষাবৃত্তি ও বই প্রদান করা হয়। হেল্প ফর ইউ সংস্থার সভাপতি জান্নাতুল মাওয়া রনি জানান, ব্যতিক্রমী এ হাঁটা কর্মসূচি নড়াইল থেকেই প্রথম শুরু হলো। এর পর সারা দেশে পর্যায়ক্রমে তা পালন করা হেব।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *