Connect with us

দেশজুড়ে

নড়াইলে শিক্ষার্থীদের উপবৃত্তির ৪ লক্ষ ২৫ হাজার টাকা ছিনতাই

Published

on

উজ্জ্বল রায়, নড়াইল : কৃষিব্যাংকের এক উদ্ধর্তন কর্মকর্তার কাছ থেকে ৪ লক্ষ ২৫ হাজার টাকা ছিনতাই করেছে ছিনতাইকারী । নড়াইল সদরের রূখালী গ্রাম থেকে গতকাল এই ঘটনা ঘটে । এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলার প্রস্তুতি চলছে । বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে

নড়াইল কৃষি ব্যাংক সূত্রে জানা গেছে, কৃষিব্যাংক নড়াইল সদর ব্রাঞ্চ থেকে বিছালী ইউনিয়নের ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭’শ ৮ জন শিশুকে প্রদানের জন্য টাকা বহন করছিলেন নড়াইল কৃষিব্যাংকের উদ্ধর্তন কর্মকর্তা দূলাল সিংহ। মোটর সাইকেল যোগে টাকা বহনের সময় মির্জাপুর ব্রীজের নিকট পৌঁছালে পাশ থেকে আসা একটি মোটর সাইকেলে ২ জন ছিনতাইকারী ঐ কর্মকর্তাকে এলোপাথাড়ি মারধোর করে টাকার ব্যগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় দুলাল সিংহ সামান্য আহত হন। ছিনতাইকারীদের চিনতে পেরেছেন বলে জানান দুলাল সিংহ। এদের একজন মধুরগাতি গ্রামের ছলেমান শেখের পুত্র আনিস ও অন্যজন একই গ্রামের রাজু। নড়াইল কৃষিব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রহমত উল্লাহ জানান, এঘটনায় ছিনতাইকারীদের নামে মামলা এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে । নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মতিয়রা রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে বলেন, ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *