Connect with us

দেশজুড়ে

ফজলুল হক একজন আলোকিত মানুষ ছিলেন

Published

on

sunamgonj

আশিস রহমান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ফজলুল হক একজন আলোকিত মানুষ ছিলেন। বৃহওর টেংরাটিলা যখন সর্বদিক দিয়ে পিছিয়ে ছিলো তখন তিনিও উন্নয়নের হাল ধরেছিলেন। উনার বলিষ্ঠ নেতৃত্ব অন্ধকারাচ্ছন্ন টেংরাটিলাকে আলোকের দিশা দেখিয়েছে। সোমবার দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ফজলুল হকের শোক সভায় বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন। সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মাস্টারের সভাপতিত্বে নূরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমানের সঞ্চালনায় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ, আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন মাস্টার, ফয়েজুর রহমান মাস্টার, দোয়ারা ডিগ্রী কলেজের প্রভাষক শের মাহমুদ ভূঁইয়া, মো.তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার খন্দকার মামুনূর রশীদ, বিএনপি নেতা হারুন অর রশীদ, মফিজ উদ্দিন মোরল, ডাঃ মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুন, মরহুম ফজলুল হকের বড় ছেলে উসমানী নগর থানার ওসি অকিল উদ্দিন আহমদ প্রমুখ।
বক্তব্যে বক্তারা দোয়ারাবাজার উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ফজলুল হককে জাতীয় ভাবে স্বীকৃতি প্রদানের দাবি জানান। শোকসভার শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন টেংরা বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. আনোয়ার শাহ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *