Connect with us

আন্তর্জাতিক

ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাত

Published

on

ফিলিপাইনে ‘সুপার টাইফুন’- ম্যাংখুত- আঘাত হানার প্রভাবে প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছে। মধ্যরাতের পর চীনের উপকূলীয় লুজন দ্বীপে টাইফুন ম্যাংখুতের আঘাতে অনেক গাছপালা ভেঙ্গে পড়ে, বহু ঘরবাড়ির ছাদ উড়ে যায় এবং অনেক এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবহাওয়ার পূর্বাভাসে এটিকে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে অভিহিত করা হয়। এ কারণে ইতোমধ্যে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ফিলিপাইনের বেসামরিক প্রতিরক্ষা কার্যালয় জানিয়েছে, শুক্রবার বিকেলে কেবল উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো থেকেই সরিয়ে নেওয়া হয়েছে ১৫ হাজারের বেশি মানুষকে। তবে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় জানিয়েছে, ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে এটি চীনের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। মার্কিন নৌ-বাহিনীর যৌথ ঘূর্ণিঝড় সতর্কতা বিষয়ক কেন্দ্র জানিয়েছে, বর্তমানে ঝড়টি ঘণ্টায় ২০৫ কিলোমিটার গতিবেগে বাতাস নিয়ে এগুচ্ছে। পাশাপাশি বাতাসের ঝাপটা সৃষ্টি করছে ঘণ্টায় ২৫৫ কিলোমিটার গতিবেগে। পরবর্তীতে ঘণ্টা প্রতি বাতাসের গতি ২৬৮ ও বাতাসের ঝাপটার গতি ৩২৪ কিলোমিটারে পৌঁছাতে পারে।

সরকারি আবহাওয়াবিদ রেনে প্যাসিয়েন্তে জানিয়েছেন, ঝড়টি এখন গাড়ি উড়িয়ে নিতে পারে। আপনি দাড়িয়ে থাকতে পারবেন না, এমনকি হামাগুড়ি দিয়েও বাতাসের বিরুদ্ধে যেতে পারবেন না। উল্লেখ্য, ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি টাইফুন আঘাত হানে। এতে শত শত লোক প্রাণ হারায় এবং লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়ে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *