Connect with us

ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে গ্রামীণফোন এজেন্টের দেড় লক্ষাধিক টাকা ছিনতাই

Published

on

জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার স্কুলহাট হতে আসা গ্রামীণফোনের ফ্লেক্সিলোড এজেন্ট সততা এন্টার প্রাইজের কর্মীকে রাস্তায় আটক করে প্রায় দেড় লক্ষাধিক টাকার ব্যাগসহ, ট্যাব, রিচার্জ কার্ড নিয়ে পালিয়ে যায়।

জানাযায়, শনিবার দুপুরে ঠাকুরগাঁও সততা এন্টার প্রাইজের কর্মী ঠাকুরগাঁও সদর উপজেলা মুসলিম নগর হায়দার আলী ছেলে আজিজুল হক (৩০) টাকা আদায় করে মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গী আসার সময় তেরিয়ালী পাকারাস্তায় মোড়ে পৌছালে পিছন থেকে ধাওয়া করা কালো রঙের এ্যাপাচি মোটরসাইকেল আরোহী পথ গতিরোধ করে টাকার ব্যাগ ছিনতাই কালে টানাহেচড়া করলে ছিনতাইকারী ছুরি দিয়ে গ্রামীণফোন কর্মীর পিঠে আঘাত করলে তিনি তাৎক্ষনিক মাটিতে লুটিয়ে পড়ে। পরে হরিণমারীর গ্রামীণফোনের রিটেইলার ফরহাদ হোসেন মোবাইলে সংবাদ পাওয়ার পর তাকে উদ্ধার করে স্থানীয় বালিয়াডাঙ্গী হাসপাতালে নিয়ে আসলে ডিউটিরত ডা. নাজমুল হুসেন ও ডা. মহসিন আলী রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ জখমী স্থানে ৫টি সেলাই প্রদান করে হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুরের কাছে জানতে চাইলে তিনি ওই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা এসআই নুরুল ইসলামের নিকট খবর নেওয়ার পরামর্শ দেন। কিন্তু এসআই নুরুল এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

সন্ত্রাসীদের ছিনতাই ঘটনার পর হতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর হতে সন্ত্রাসীদের এহেন কর্মকান্ডের ভয়ে অনেকেই বাড়ী হতে বের হচ্ছেনা বলে জানান তেরিয়ালী গ্রামের কয়েকজন ব্যক্তি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *