Connect with us

রাজনীতি

বিএনপি নেতা গয়েশ্বরকে আটক করেছে পুলিশ

Published

on

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে অাটক করেছে ডিবি পুলিশ। আজ রাত সোয়া ১০ টার দিকে গুলশানের পুলিশ কনকর্ড প্লাজার সামনে থেকে তাকে আট করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

গভীর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে বাবু গয়েশ্বর চন্দ্র রায় নিজের গাড়িতে বাসায় ফিরছিলেন । পুলিশ প্লাজার সামনে গাড়ি থামিয়ে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। এভাবে গ্রেপ্তার করা হলে দেশের মানুষ আরও বিক্ষোভে ফেটে পড়বে।”

ওই সময়ের পর থেকে গয়েশ্বর রায়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পুলিশের পক্ষ থেকে কেউ তাকে আটকের খবর স্বীকার করছিলেন না।

রাত পৌনে ১২টার দিকে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিএনপি নেতা গয়েশ্বরকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন। তবে কি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

পুলিশ সূত্র জানায়, হাইকোর্ট এলাকায় হামলার ঘটনায় রমনা ও শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করছে, সেগুলোতে গয়েশ্বর রায়কে গ্রেপ্তার দেখানো হতে পারে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “একটু আগে খবর পেয়েছি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর বাসায় তল্লাশি চলছে। স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলেসহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিতকে শান্তিনগরের বাসা থেকে পুলিশ তুলে নিয়ে গেছে। সরকারের নীল-নকশা অনুযায়ী কাজ চলছে। সরকারের উদ্দেশে বলতে চাই, আপনারা গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছেন! আপনারা ভাবছেন আপনারা যা চাইবেন, তাই হবে, তা হবে না।”

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কোনো ধরনের অবিচারের স্বীকার হলে সারাদেশ বিক্ষোভে ফেটে পড়বে বলে সরকারকে হুঁশিয়ার করেন রিজভী।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত থেকে ফেরার সময় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তাতে বিএনপিকর্মীদের হামলায় ভাংচুর হয় পুলিশের গাড়ি ও অস্ত্র। পিটুনিতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় রায়ের তারিখ ৮ ফেব্রুয়ারি নির্ধারণের পর দলের নেতা-কর্মীদের রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন গয়েশ্বর। খালেদা জিয়ার সাজার রায় হলে সরকার পতনের আন্দোলনের হুমকিও দিয়েছিলেন বিএনপির তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *