Connect with us

দেশজুড়ে

বুড়িমারীতে হানিফের বাসে ফেন্সিডিল, চালক গ্রেফতার

Published

on

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ঢাকাগামী একটি নৈশকোচে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ‘হানিফ পরিবহনের’ ওই বাসটি জব্দ ও চালক বকুল হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গোপন সংবাদে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িমারী স্থলবন্দর হানিফ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ওই নৈশকোচে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিলের বোতলগুলো বাসটির ভেতরে ছাদে থাকা সাউন্ডবক্সের মধ্যে রাখা ছিল। এগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল।
তবে বুড়িমারী স্থলবন্দর হানিফ কাউন্টারের ম্যানেজার আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘গোপন সংবাদে ওসি (তদন্ত) মাহফুজ আলম ও উপপরিদর্শক(এসআই) ইয়াকুব আলী বাসটি আটক করেন। পরে অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ অভিযোগে চালককে গ্রেফতার করা হয়।’
এ ঘটনায় মামলাও হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *