Connect with us

শিক্ষাঙ্গন

বেরোবির ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ৫০ জন

Published

on

bruবেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৫০ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে লড়াই করবে। আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর মোট ৬ ইউনিটের ২১টি বিভাগের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী সূত্রে জানা যায়, এ বছর ২১ টি বিভাগে কোটা বাদে মোট ১ হাজার ২৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬১ হাজার ৫৭৭ জন। ফলে প্রতি আসনে লড়বে ৫০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৩ হাজার ২৯৬, ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৯৪৫, ‘সি’ ইউনিটে ৮ হাজার ৯৩ , ‘ডি’ ইউনিটে ১০ হাজার ৪১৮, ‘ই’ ইউনিটে ৮ হাজার ২৭৫, ‘এফ’ ইউনিটে ৫ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। গত ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেয়া হয়।
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী পহেলা নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করা যাবে।
ভর্তি পরীক্ষা বিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.brur.ac.bd থেকে জানা যাবে। বিডিপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *