Connect with us

জাতীয়

বোমা ফাটিয়ে গুলি ছুড়ে ৩০ লাখ টাকা ছিনতাই

Published

on

স্টাফ রিপোর্টার:
রাজধানীর মগবাজারে হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির পর গুলি করে এক ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাই হয়েছে। রমনা থানার ওসি মশিউর রহমান জানান, মঙ্গলবার এ ঘটনায় দুর্বৃত্তদের বোমার স্প্লিন্টারে আহত হয়েছেন আরো পাঁচজন। ছিনতাইয়ের শিকার আবুল কাশেম আকিজ করপোরেশনের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান জে আর করপোরেশনের স্বত্ত্বাধিকারী। তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, আবুল কাশেম সকালে ব্যবসায়িক কাজে টাকা নিয়ে অফিস থেকে বের হন। প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাও এ সময় তার সঙ্গে ছিলেন। তারা দিলু রোড সিএনজি পাম্পের গলিতে পৌঁছালে মোটর সাইকেলে করে এসে কয়েকজন যুবক পথ আটকে কাশেমের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় জে আর করপোরেশনের কয়েকজন কর্মী এগিয়ে এলে ছিনতাইকারীরা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। “পরে চার-পাঁচটি গুলি ছুড়ে কাশেমের কাছ থেকে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।” এ ঘটনায় আহত প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার হারুণ অর রশিদ ও নিরাপত্তাকর্মী আলতাফকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া অ্যাকাউন্টস ম্যানেজার নূর মোহাম্মদ এবং কর্মী জহির ও সোহাগকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর আগে গত রোববার রাজধানীর মিরপুরে থানার সামনে গুলি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৩০ লাখ টাকা ছিনতাই হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *