Connect with us

মাদারীপুর

মাদারীপুরে দুই ছাত্রী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

Published

on

11951462_1632062470408053_5828280705140410318_oফরিদপুর ব্যুরো : মাদারীপুর জেলার সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় বৃহস্পতিবার বেলা ১১.৩০ ঘটিকার সময় উক্ত বিদ্যালয়ের ছাত্রী হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ,অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যগন। এ সময় তারা ছাত্রী সোমাইয়া ও হ্যাপিকে হত্যাকারীদের ফাঁসি দাবী করে স্লোগান দেয়।

জানা যায়, গত ১৩ই আগষ্ট মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী সোমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারকে নেশা খাইয়ে ধর্ষনের পর হত্য করে রফিকুল দর্জি, শিপন সিকদার , শাজন সিকদার , রানা, মেহেদী এবং রাকিব। এ ব্যাপারে তখন মাদারীপুর ছাত্র-ছাত্রীদের মধ্যে চরম ক্ষোপ প্রকাশ পায়। ফলে এ ব্যাপারে ১৩ই আগষ্ট মাদারীপুর থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশ রফিকুল দরর্জি , শিপন সিকদার , ও শাজন সিকদার নামের তিন নরপশুকে আটক করে জেলে প্রেরন করে। কোর্ট তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। কিন্তু এখনও ধরা পড়েনি তিন হত্যাকারী রানা, মেহেদী এবং রাকিব। হত দরিদ্র বিধায় সোমাইয়া ও হ্যাপির পরিবারকে হুমকি দিচ্ছে হত্যাকারীরা। এ সময় সোমাইয়া ও হ্যাপি হত্যার বিচারের দাবীতে এগিয়ে এসেছে তার সহপাঠিরা এবং বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যগন। তাই তাদের আয়জনে অনুষ্ঠিত হলো এ মানব বন্ধন। উক্ত মানব বন্ধনে অংশ গ্রহনকারীরা হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করে। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান খান ও সভাপতি আঃ রফ খান বলেন আমাদের দাবী সোমাইয়া ও হ্যাপি হত্যার সাথে যারা জড়িত তাদেও দৃষ্টান্তমুলক শাস্তি হোক। এ ব্যাপারে আজই আমরা ডিসি এবং এসপি মহদয়ের নিকট স্বারকলিপি জমা দিব।

বাংলাদেশেরপত্র/ এডি/ আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *