Connect with us

বিজ্ঞান ও প্রযুক্তি

মেট্রোসেম টেকনোলজি-এলজি মোবাইল পার্টনারশিপ

Published

on


বাংলাদেশের বাজারে এলজি মোবাইল ফোনের বাজারজাতকরণকে সফল করার উদ্দেশে ২৫ মে, ২০১৭ তারিখে ঢাকার ওয়েস্টিনে বিশ্বের সেরা ইলেক্ট্রনিকস ব্র্যান্ড এলজি ইলেক্ট্রনিকস মেট্রোসেম টেকনোলজি লিমিটেডের (মেট্রোসেম গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান) সাথে একটি ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে। পার্টনারশিপ চুক্তিস্বাক্ষর উদযাপন করার লক্ষ্যে এলজি ইলেকট্রনিক বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ম্যানেজিং ডিরেক্টর জ়নাব, এডওয়ার্ড কিম, মেট্রোসেম টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ শহীদুল্লাহ এবং দুটি কোম্পানির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জ়নাব ,এডওয়ার্ড কিম বলেন, এলজি ইলেক্ট্রনিক বিশ্ববাজারে তাদের মোবাইল ফোন সেরা অবস্থানে নিয়ে যেতে বদ্ধ পরিকর এবং এই উদ্দেশ্য অর্জন করার লক্ষ্যেই বাংলাদেশের বাজারে মেট্রোসেম টেকনোলজি লিমিটেডেকে ন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে মনোনয়ন করে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হলাম। মেট্রোসেম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জ়নাব, মোঃ শহীদুল্লাহ বলেন, মেট্রোসেম বহুদিন ধরে বিশ্ব মানের সিমেন্ট, টিএমটি ৫০০ডব্লিউ ডিফর্মড বার এবং পরিবেশ বান্ধব অটো ব্রিকস ম্যানুফেকচারিং ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমাদের পণ্য মানুষের নিরাপদ বাসস্থানের ভিত্তির কাঁচামাল যোগান দিয়ে তাদের জীবন এবং ব্যক্তিগত সম্পদ রক্ষা করে, জীবনযাত্রার মান উন্নয়ন করে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অবদান রাখে। আমাদের মানদন্ডের উপর নির্ভর করেই আমরা আমাদের গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, সমাজ এবং পরিবেশের সাথে সুসম্পর্ক বজায়ে রেখে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করি। বিল্ডিং ম্যাটেরিয়ালসের ট্রেডিং হাইজ দিয়ে এই গ্রুপটি যাত্রা শুরু করে ১৯৮৮ সালে। বছরের পর বছর ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে তাদের ১০টি পৃথক ব্যবসায়িক সত্তা আছে এবং মেট্রোসেম টেকনোলজি লিমিটেড আমাদের নতুন সংযোজন। তিনি বাংলাদেশে এলজি মোবাইল ফোনের বাজারজাতকরনের সুযোগ দেবার জন্য এলজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গ্রাহকদের এলজির নতুন নতুন ফোনের সাথে এবং সৃজনশীল অভিজ্ঞতা প্রদান করার অভিপ্রায় প্রকাশ করেছেন। জ়নাব, মাহমুদুল হাসান (এলজি কনজিউমার ইলেক্ট্রনিকসের হেড), জ়নাব,মোঃ আব্দুর রউফ (মেট্রোসেম টেকনোলজি লিমিটেডের সিইও) , জ়নাব, জহিরুল ইসলাম (মেট্রোসেম টেকনোলজি লিমিটেডের অপারেশন ডিরেক্টর) এবং মোঃ রাফিক উল্লাহ (ডিরেক্টর,মেট্রোসেম গ্রুপ) এবং তাদের পৃথক পৃথক বক্তব্যে এলজি মোবাইল ফোনকে বাংলাদেশের বাজারে সফল অবস্থানে নিয়ে যাবার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে একাগ্রতার সাথে কাজ করার কথা বলেছেন। প্রাথমিকভাবে এলজি মোবাইল বাংলাদেশি গ্রাহকদের কথা চিন্তা করে মিড-হাই রেঞ্জ মূল্যের অসাধারণ সব ফোন বাজারে প্রবর্তন করার কথা ভাবছে। ধীরে ধীরে ভিন্ন ভিন্ন গ্রাহকদের জন্য ফ্ল্যাগশিপ এবং অন্যান্য ডিভাইসও পরিচিতি করা হবে বলে তারা ঘোষণা দিয়েছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *