Connect with us

জাতীয়

মোরশেদ খানকে দুদকের জিজ্ঞাসাবাদ

Published

on

স্টাফ রিপোর্টার:
অর্থপাচার মামলায় বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার ছেলে ফয়সাল মোরশেদ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য (জনসংযোগ) জানান, গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা।
রাজধানীর রমনা থানায় দায়ের করা এ মামলায় ৩২১ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান মোরশেদ খানের বিরুদ্ধে। তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সালকেও এতে আসামি করা হয়েছে। প্রণব ভট্টাচার্য জানান, তদন্ত কর্মকর্তা মোরশেদ খান ও তার ছেলেকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে মোরশেদ খান সাংবাদিকদের বলেন, “আইনের প্রতি শ্রদ্ধা রেখে এখানে এসেছি। আমি যে সাক্ষ্য ও তথ্য প্রমাণ দিয়েছি তাতে সত্য উদঘাটিত হবে বলে মনে করছি।” অর্থ পাচারের অভিযোগ স¤পর্কে জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, “আপনারাই বিবেচনা করবেন। দুদকে ফৌজদারি অভিযোগ থাকলে হয় না, প্রমাণ করতে তথ্য প্রমাণ লাগে।” মামলার এজাহারে বলা হয়, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে মোরশেদ খান তার প্রতিষ্ঠান ফারইস্ট টেলিকম লিমিটেডের মাধ্যমে ১১টি ব্যাংক হিসাব ব্যবহার করে মোট ৩২১ কোটি সাত লাখ ৫৩ হাজার ৩৫৯ টাকা বিদেশে পাচার করেন। দুদকের তদন্তে বিভিন্ন ব্যাংকে মোরশেদ খান ও তার ছেলের নামে এসব অ্যাকাউন্ট থাকার তথ্য পাওয়া যায়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *