Connect with us

দেশজুড়ে

রংপুর সিটি নির্বাচনে লাঙ্গল প্রতীকের জয় হয়েছে- জলঢাকায় প্রতিমন্ত্রী রাঙ্গা

Published

on

শরিফুল ইসলাম প্রিন্স, জলঢাকা: সদ্য শেষ হওয়া রংপুর সিটি নির্বাচনে লাঙ্গল প্রতীকের জয় হয়েছে। গত সিটি নির্বাচনে প্রতীক না থাকায় আমাদের প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেনি। এভাবে নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, পরাজিত প্রার্থী শরফুদ্দিন আহম্মেদ ঝন্টু মেয়র থাকা অবস্থায় জনগনকে কার্যালয়ে ঢুকতে দিতেন না। জনগনের সাথে ভালো ব্যবহার না করায় রংপুরের জনগন এবার নির্বাচনে ভোট বিপ্লব ঘটিয়ে প্রায় ১ লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন আ’লীগ প্রার্থীকে। তিনি আরো বলেন, এ পরাজয় আওয়ামীলীগের নয় প্রার্থীর। শুক্রবার দুপুরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদন কারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) এর অধীনে জলঢাকা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে দুগ্ধ খামারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান, মিল্ক ইউনিয়ন এবং মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটি এ্যাড: শেখ আব্দুল হামিদ লাভলু, নীলফামারী জেলা প্রশাসক খালীদ রাহিম, পরিচালক রাজশাহী বিভাগ মিল্ক ইউনিয়ন আব্দুস সামাদ ফকির, পরিচালক রংপুর বিভাগ মিল্ক ইউনিয়ন আব্দুল্লাহ আল হাদী, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. রাশেদুল হক প্রধান, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান প্রমুখ। মন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার বিরোধী দলকে সাথে নিয়ে দেশের উন্নয়নের কাজ করছেন। স্বাধীনতা বিরোধী মৌলবাদ ও জঙ্গিবাদ এদের দ্বারা দেশের কোন মঙ্গল হতে পারে না। তিনি আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান। এর আগে মন্ত্রী জলঢাকা ডোমার-ডিমলা রোড সংলগ্ন দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ (মিল্ক ভিটা) দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *