Connect with us

দেশজুড়ে

রাজধানীতে দুই সাংবাদকর্মী নির্যাতনের প্রতিবাদে লক্ষীপুরে মানব বন্ধন

Published

on

লক্ষীপুর প্রতিনিধি: সুন্দরবন রক্ষার দাবিতে রাজধানীতে হরতালে দায়িত্ব পালনকালে এটিএন নিউজের দুই সাংবাদকর্মীর ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে লক্ষীপুরে মানব বন্ধন কর্মসূচি পালন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।

(আজ) সোমবার (৩০ জানুয়ারি) সকালে শহরের তমিজ মার্কেট এরাকায় লক্ষীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যেগে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন, দেশ টিভির জেলা প্রতিনিধি কামাল হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আফজাল হোসেন সবুজ, সাধারণ সম্পাদক বিএম সাগর।

এসময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মাসুদুর রহমান খান ভুট্টো,জেটেভির প্রতিনিধি মো.রুবেল হোসেন, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম শিবলু, দৈনিক ঢাকা ডাকের জেলা প্রতিনিধি আনিস কবির, রাইজিংবিডির জেলা প্রতিনিধি পলাশ সাহা, ফোকাস বাংলার জেলা প্রতিনিধি কিশোর কুমার দত্ত,দৈনিক মুক্ত বাঙ্গালির স্টাফ রিপোর্টার রাজিব হোসেন রাজুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সুন্দরবন রক্ষার দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ক্যামেরা পারসন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে শাহবাগ থানার সামনে মারধর করে পুলিশ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *