Connect with us

রাজনীতি

”রেল-বাসে অগ্রিম টিকিটে ভিআইপি কোঠা রাখা হবে না”

Published

on

Obaidul_Kader

সিরাজগঞ্জ প্রতিনিধি:  রেল ও বাসের আগাম টিকিট প্রাপ্তিতে ভিআইপি কোঠা এখন থেকে আর রাখা হবে না বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের সয়দাবাদ এলাকায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নির্মিত নিউজার্সি ডিভাইডার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, ‘সার্কভুক্ত দেশের ভিআইপিদের কোঠা নেই, অথচ বাংলাদেশে এ ধরনের কোঠা থাকায় সাধারণ মানুষ ঈদের আগে বিড়ম্বনার শিকার হচ্ছেন। ভিআইপিদেরকেও সাধারণ যাত্রীদের মত লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে।’

মহাসড়কে ফিটনেসবিহীন বাসে স্থানীয় প্রশাসনের অভিযান অনেকটাই শিথিল করা হয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সড়ক ও সেতু বিভাগ থেকে এমন কোনোই নির্দেশনা দেয়া হয়নি। যদি শিথিল হয়ে থাকে তাহলে সেটা স্থানীয় প্রশাসনের কারণেই হয়েছে।’

মন্ত্রী এসময় প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ‘লক্কড়-ঝক্কর ফিটনেসবিহীন বাসের বিষয়ে কোনো আপোস নেই। দেশের প্রতিটি দুর্ঘটনার জন্য চালকের পাশপাশি এসবও দায়ী।’

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *