Connect with us

ঠাকুরগাঁও

রোপা-আমনে পীরগঞ্জে কৃষকের মুখে হাসি

Published

on

Photo (1)

জাকির হোসেন, পীরগঞ্জ, ঠাকুরগাঁও :  পীরগঞ্জ উপজেলায় চলতি রোপা-আমন মৌসুমের এবার ২৪ হাজার ৫০০হেষ্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ পর্যন্ত চাষিরা ৫৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেনা পীরগঞ্জ তথা উত্তরাঞ্চলের শষ্য ভার হিসেবে পরিচিত পীরগঞ্জ উপজেলা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি মৌসুমে এ উপজেলায় ২৪ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে উফশী জাতের ধান ২০ হাজার, ৪ হাজার ৫০০ হেক্টর স্থানীয় জাতের। উফশী জাতের ধানগুলো মধ্যে রয়েছে রনজিত, স্বর্ণা, বীনা-৭ , ব্রি ধান-৪৯ ও স্থানীয় জাতের ধানের মধ্যে রয়েছে চিনি আতপ ও কালা জিরা এর জন্য ৭৫০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তত করতে হবে। তবে চাষিরা ইতিমধ্যে ১৫০০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছে।তবে সম্প্রতি অতি বর্ষণের কারণে অনেক চাষির বীজতলা তৈরি করতে দেরি হয়েছে। রোপা আমন ধান সাধারণত জুলাই মাসের ১০ থেকে ১৫ দিনের মধ্যে রোপণ করলে একদিকে যেমন ভালো ফলন হয় অন্যদিকে তেমনি এ ফসল ঘরে তুলে আলু ও সরিষার আবাদ ভালোভাবে করা সম্ভব হয়। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও চাষিদের সাথে কথা বলে জানা গেছে, সম্প্রতি অতিবৃষ্টির কারণে আবাদী জমির পরিমাণ অনুযায়ী বীজতলা তৈরি করতে পারেনি অনেকে কারণ হিসাবে তারা জানান , যাদের উচুঁ জমি(কাচলা)নেই তারা নিচু জমিতেই বীজতলা তৈরি করে থাকেন। কিন্তু এ বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।নিচু জমিতে পানির পরিমাণ বেশি থাকায় ধান রোপণ করতে এবার দেরি হবে । এ ব্যাপারে উপজেলা সদরের বথ্পালিগাঁও মহল্লার চাষি দেলুয়ার হোসেন ,মেহেরাাব আলী,,মোঃখাইরুল ইসলাম,মোঃজহিরুল ইসলাম, তাজপুর গ্রামের আজিজুর রহমান, লুৎফর রহমান,মুনজুর আলম ৮নং দৌলতপুর ইউনিয়নের মোঃনূর আলম মোঃআরিফুর রহমান , ভোরের কাগজকে জানান আষাঢ মাসের প্রথম সপ্তাহেই যে প্রবল বৃষ্টিপাত হয়েছে তার ফলে অনেক চাষিই বীজতলা তৈরি করতে পারেনি। বর্তমানে জমিতে পানির পরিমাণ বেশি হওয়ায় জমির আঁইল ডুবে গেছে। ফলে সব জমিতে এ মুহুর্তে চাষ করা যাচ্ছে না। আবাহাওয়া শুষ্ক থাকলে অল্প সময়ের মধ্যেই জমি প্রস্তত ও ধান লাগান সহজ হবে। এ ব্যপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, বর্তমানে জমিতে পানির পরিমান বেশিও অনেকের বীজতলায় এখনো চারা তৈরি না হওয়ায় উপজেলায় রোপা আমন ধান লাগাতে দেরি হবে। তবে আবহাওয়া অনুকুল থাকলে ও সঠিকভাবে পরিচর্যা করলে ফলন অবশ্যই ভালো হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *