Connect with us

কুড়িগ্রাম

রৌমারী সীমান্তে বন্য হাতির পালের ব্যাপক তান্ডব

Published

on

rowmari-kurigram-photo-05-12-16রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারত থেকে এক পাল হাতি নেমে এসে সীমান্ত এলাকায় ব্যাপক তান্ডব চালাচ্ছে। এ কারণে সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোমবার ভোর ৪ টার দিকে উপজেলার বেহুলারচর সীমান্ত দিয়ে এক পাল হাতি বাংলাদেশের অভ্যন্তরে নেমে আসে।
গয়টাপাড়া গ্রামের শাজামাল নামের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, হাতির পালে ১৬ টিরও বেশি হাতি রয়েছে। হাতিগুলো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। ইতোমধ্যে তারা গয়টাপাড়া সীমান্ত এলাকার ধান ক্ষেত, সরিষা ক্ষেত,আখ ক্ষেত ও ভূট্ট ক্ষেতে প্রবেশ করে ফসলের ব্যাপক ভাঙচুর করেছে।
গয়টাপাড়া গ্রামে কৃষক আ: খালেক,জহেদ আলী,ফরিদ মিয়া জানান আখ ক্ষেতে বন্য হাতির পাল ডুকে ব্যাপক ভাঙচুর করছে। আমরা কৃষক আমাদের কৃষি জমি ফসল রক্ষা করতে পারতেছিনা এত টাকা দামের সার বেচন কিনা জমিতে ফসল চাষ করছি। আমাদের ফসল রক্ষায় প্রশাসনের কোন উদ্ধ্যোগ নেই,রাত থেকে হাতির পাল আইছে এহন জমির ফসল খায়তেছে।
এ ঘটনায় রৌমারী সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন গয়টাপাড়া এলাকার স্থানীয় সাবেক ইউপি সদস্য আফসার আলী।
রৌমারী গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমা পিলার নং ১০৬০ সীমান্ত এলাকায় ব্যাপক তান্ডব চালাচ্ছে এ রির্পোট লেখা পর্যন্ত গয়টাপাড়া গ্রামের নাসিরউদ্দিনের আখ ক্ষেতে বন্য হাতির পালটি অবস্থান করছে। বিডিপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *