Connect with us

দেশজুড়ে

লালমনিরহাটে গোপন প্রশিক্ষন কেন্দ্র থেকে ১৩ জামায়াত শিবির আটক

Published

on

Lalmonirhat.....পাটগ্রাম প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম থানা ভারতীয় সীমান্তবর্তি এলাকায় গোপন প্রশিক্ষন কেন্দ্র থেকে ১৩জন জামায়াত শিবির নেতাকর্মীকে আটক করেছে।

মঙ্গলবার(১৭মার্চ) বেলা ১২টার দিকে ভারতীয় সীমান্তবর্তি পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর শিফার কামাত এলাকার আয়নাল হকের বাড়ি থেকে জিহাদী বই খাতাপত্রসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর শিফার কামাত এলাকার মনসুর আলীর ছেলে জামায়াতের অগ্রগামি রোকন সদস্য আয়নাল হক(৩২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে শিবিরকর্মী মাসুদ রানা(১৯), মোশারফের ছেলে ফরহাদ হোসেন(১৬), নজরুল ইসলামের ছেলে সাকিল হোসেন(১৬), আজিজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান জিবু(২৫), শমসের আলীর ছেলে রোকনুজ্জামান (২৫), প্রানকৃ গ্রামের সোলেমান আলীর ছেলে হাসান(২১),একই উপজেলার পশ্চিম জগতবেড় আওয়ারবাড়ি এলাকার মাহবুবার রহমানের ছেলে নুর আলম(১৬),আমিনুর ইসলামের ছেলে আলতাব হোসেন(২২), একই এলাকার কচুয়ারপাড় গ্রামের বদিয়ার রহমান মুন্সির ছেলে নুরল হুদা(১৯), হাতীবান্ধা উপজেলার দালালপাড়া গ্রামের আবু বক্করের ছেলে আব্দুর রহিম(২০),একই উপজেলার বড়খাতা গ্রামের হোসেন আলীর ছেলে জমশের আলী(৩৫), গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নান্দিশহর গ্রামের সহিদুল ইসলামের ছেলে প্রশিক্ষক কেন্দ্রীয় শিবির নেতা রতন মিয়া(২২)।

অভিযানে নেতৃত্ব দেয়া পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহফুজ আলম সাংবাদিকদের জানান, উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় স্থানীয় জামায়াতের অগ্রগামী রোকন সদস্য আয়নাল হক প্রধানের বাড়িতেই অতিগোপনে জঙ্গি প্রশিক্ষন ক্যাম্প গড়ে তোলা হয়। সেখানে ছোট ছোট উপ-দলে ভাগ করে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার শিবির নেতাদের হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়। গোপন সংবাদ পেয়ে প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে ১৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর এলাকার আয়নাল হকের বাড়িতে অভিযান চালিয়ে গোপন প্রশিক্ষন চলাবস্থায় তাদের আটক করা হয়েছে। এসময় প্রশিক্ষনের জিহাদী বই,খাতাপত্রসহ প্রশিক্ষনের বেশ কিছু উপকর উদ্ধার করে পুলিশ। তাদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরো জানান, ওই বাড়িতে দীর্ঘ ৩বছর ধরে জামায়াত শিবিরের গোপন বৈঠক ও প্রশিক্ষন দেয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *