Connect with us

ঝিনাইদহ

শৈলকুপার ব্রাহিমপুরে জমি দখল নিয়ে পাল্টা সাংবাদিক সম্মেলন

Published

on

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামে কোন হিন্দু পরিবারকে ভিটে থেকে উচ্ছেদ করে তার জমি দখল করা হয়নি বলে পাল্টা সাংবাদিক সম্মেলনে দাবী করা হয়েছে। মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাবে ব্রাহিমপুর গ্রামের তোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে আবু বকর মোল্লা এই সাংবাদিক সম্মেলন করেন। এ সময় উমেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাবদার হোসেন মোল্লা, এলাকাবাসি মোজাহার খা, মাহবুবুল আলম, আলো মতি দাস, নিরঞ্জন কুমার দাস ও নিখিল দাস সাংবাদি সম্মেলনে উপস্থিত ছিলেন। লিখিত বক্তেব্যে আবু বকর মোল্লা দাবী করেন, সোমবার সুশান্ত কুমার দাস নামে এক ব্যক্তি তার জমি দখল করে ভিটে বাড়ি থেকে উচ্ছেদের দাবী করে যে সাংবাদিক সম্মেলন করেছেন তা সত্য নয়। প্রকৃত ঘটনা হলো ২০১৬ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি আওয়ামীলীগের প্রার্থী সাবদার হোসেন মোল্লার পক্ষে কাজ করেছিলাম। এ কারণে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের দুই শীর্ষ নেতা প্রতিশোধ নেওয়ার জন্য সুশান্ত কুমার দাসের দিয়ে মিথ্যা সাংবাদিক সম্মেলন করিয়েছে। তিনি দাবী করেন ২০১৫ সালে আমি ননি গোপালের ওয়ারেশগনের কাছ থেকে বৈধী ভাবে ৪৪ শতক জমির মধ্য থেকে ১২ শতক জমি ১১২৪/১৫ নং দলিলমুলে কিনে ভোগ দখল করে আসছি। বর্তমানে ওই জমির নামপত্তন ও রেকর্ড সংশোধন করে আমি আবু বকর ও আমার ভাই আক্কাছ আলী জমি ভোগ দখল করছি। লিখিত বক্তব্যে আবু বরক দাবী করেন সামাজিক ও রাজনৈতিক ভাবে হয়রানী করতেই প্রতিপক্ষরা এহেন মিথ্যা সাংবাদিক সম্মেলন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *