Connect with us

খেলাধুলা

সাঙ্গাকারাকে টেন্ডুলকারের অভিনন্দন

Published

on

file (1)

চলে যাবার সময় ঘনিয়ে এসেছে। আর একটি মাত্র টেস্ট। তারপরই ক্রিকেট ইতিহাসে উজ্জ্বল একটি অধ্যায়ের হবে সমাপ্তী। কুমার সাঙ্গাকারা যাবেন অবসরে। ২০ আগস্ট কলম্বোয় শুরু সাঙ্গাকারার বিদায়ী টেস্ট। ১৩৪ টেস্ট খেলে অবসরে যাচ্ছেন তিনি। আর যাওয়ার সময়টাতে কিংবদন্তি ব্যাটসম্যান পাচ্ছেন আরো অনেক কিংবদন্তির শুভ কামনা। অভিনন্দন। তার প্রতি শুভকামনা প্রকাশ করেছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শ্রীলঙ্কা দলের টার্গেট থাকছে কলম্বো টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করে সাঙ্গাকারাকে বিদায় জানানো।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি রিপোর্টে টেন্ডুলকার বলেছেন, “সে বিশ্বমানের দুর্দান্ত এক ক্রিকেটার। ক্রিকেটার হিসেবে তাকে বেড়ে উঠতে দেখাও ছিল চমৎকার। ক্যারিয়ারের শুরুতে সে বলকে খুব করে পেটাতে পারতো না। আমি মনে করি ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে সে গিয়ার বদলেছে। আক্রমণ করে গেছে, বড় বড় শট খেলে গেছে। অভিজ্ঞতা দিয়েই সে ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। সাঙ্গাকারা তার অভিজ্ঞতাকে দারুণভাবে কাজে লাগিয়েছে। তার ধারাবাহিকতা ছিল বিস্ময়কর। এটা বিশ্বমানের ক্রিকেটারের চিহ্ন।”
ভারতের প্রতিপক্ষ হিসেবে সাঙ্গাকারা পছন্দ ছিল না টেন্ডুলকারের। কিন্তু তার ব্যাটিংয়ের একজন গুনমুগ্ধ টেন্ডুলকার। বলেছেন, “ব্যাটিংয়ে তার নিজস্ব স্টাইল আছে। বাঁহাতিদের ব্যাটিং দেখতে এমনি ভালো লাগে। তারটাও তাই। অবশ্যই প্রতিপক্ষ খেলোয়াড় হিসেবে আমি তার ব্যাট করা উপভোগ করিনি। সাঙ্গাকারার অসাধারণ একটি সম্পূর্ণ ক্যারিয়ার। সে শুধু শ্রীলঙ্কানদের নয় সারা বিশ্বের ক্রিকেটারদের কাছে রোল মডেল হয়ে থাকবে।”
ভারতের বিপক্ষে সাঙ্গাকারার রেকর্ড চমৎকার। ১৬ টেস্টে ৫৪.২৫ গড়ে ভারতের বিপক্ষে করেছেন ১৩০২ রান। এর মধ্যে আছে ৫টি সেঞ্চুরি ও দুটি ফিফটি। টেন্ডুলকার বলেছেন, “তার বিপক্ষে খেলাও ছিল দারুণ ব্যাপার। যখনই শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছি বিপজ্জনক খেলোয়াড় বলে তাকে আগে বিদায় করতে চেয়েছি। তার বিশেষ ক্ষমতা আছে বলেই তাকে বিপজ্জনক ব্যাটসম্যান বলে মানি। এমনকি যখন মাঠে অস্বাচ্ছন্দবোধ করেছে, তখনো রান করার চেস্টা করে গেছে সে।”
দারুণ একটি ক্যারিয়ারের জন্য সাঙ্গাকারাকে অভিনন্দন জানিয়েছেন টেন্ডুলকার। ভবিষ্যতের জন্য জানিয়েছেন শুভ কামনা। বলেছেন, “আলোকোজ্জ্বল ক্যারিয়ারের জন্য সাঙ্গাকারাকে অভিনন্দন জানাই আমি। সামনে যা করতে চায় তাতেও সাফল্য পাক সে, এটাই আমার কামনা। তার ও তার পরিবারের জন্য সুস্বাস্থ কামনা করছি। এত দীর্ঘ তার ক্যারিয়ার যা গড়তে অবশ্যই লেগেছে মানসিক শক্তি, প্রত্যাশা, মনযোগ, স্বপ্ন, নিজের উপর বিশ্বাস ও শৃঙ্খলা। বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *