Connect with us

গাইবান্ধা

সাদুল্যাপুরে নিসচা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন

Avatar photo

Published

on

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা) সাদুল্যাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার মাধ্যমে ২০১৮-১৯ মেয়াদে উপদেষ্ঠা পরিষদ ও কার্যকরী পরিষদ গঠন করা হয়। শনিবার দুপুরে সাদুল্যাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নিসচা’র সাবেক আহবায়ক খোরশেদ আলম। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, সংগঠনের সাবেক সদস্য সচিব তোফায়েল হোসেন জাকির। সভা শেষে সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা ও ৩৯ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়।
নিসচা-সাদুল্যাপুর উপজেলা শাখা এর উপদেষ্ঠা পরিষদে যারা মনোনিত হলেন-সাদুল্যাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল, সাদুল্যাপুর প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, উন্নয়ন পরামর্শক ও গবেষক সাদেকুল ইসলাম গোলাপ, সাদুল্যাপুর ডিগ্রী কলেজের প্রভাষক আবু ছাঈদ মোঃ জামাল, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মন্ডল ও সাদুল্যাপুর-পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
কার্যকরী পরিষদে যারা মনোনিত হলেন- সভাপতি পদে খোরশেদ আলম, সহ-সভাপতি- মাসুদ মোঃ আনোয়ার হোসেন, এনায়েতুল মোস্তাফিজ রাসেল, রাজু মিয়া। সাধারণ সম্পাদক- তোফায়েল হোসেন জাকির, সহ-সাধারণ সম্পাদক একেএম জাহিদ হোসেন খাঁন, মিজানুর রহমান, রোকনুজ্জামান মন্ডল। অর্থ সম্পাদক- আলহাজ্ব দেলাত হোসেন, সাংগঠনিক সম্পাদক- বেলাল হোসেন, দপ্তর সম্পাদক- রানু মিয়া, প্রচার সম্পাদক- নুরুন্নবী আকন্দ, প্রকাশনা সম্পাদক- ছাইফুল ইসলাম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক- শফিকুল ইসলাম সাগর, আইন বিষয়ক সম্পাদক- মোসলেম উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- আব্দুর রাজ্জাক শেখ রাজা, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক- দুলু প্রামানিক, মহিলা বিষয়ক সম্পাদক- সাহিদা খাতুন, যুব বিষয়ক সম্পাদক- আবু সাঈদ আকন্দ। কার্যকরী সদস্য-শুভ কুমার সরকার, নিয়ামুল আরিফ লিমন, মামুন মন্ডল, শাহাদুজ্জামান সরকার, রাশেদুজ্জামান রুবেল, ফরহাদ হোসেন লিমন, রেজাউল করিম আঙ্গুর, সজল কুমার মহন্ত, নুর আলম মিয়া, শামীম সরদার, মতলুবর রহমান, ডাঃ মোঃ এমদাদুল হক সরকার খুশি, শহিদুল হক, রাসেল মিয়া, আঃ কুদ্দুস ব্যাপারী, আঃ হামিদ শেখ, রবিউল ইসলাম, মুক্তার হোসেন, সাধারণ সদস্য- রমজান আকন্দ। উজ্জ্বল মিয়া, এনামুল হক ও শফিকুর রহমান সোহেল।
এর আগে নিসচা’র নিহত ও আহত সহ দেশের সড়ক দুর্ঘটনায় যাদের প্রাণ প্রদীপ নিভে গেছে তাদের স্মরণে নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিডেপত্র/আমিরুল

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গাইবান্ধা

পলাশবাড়িতে বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে নিহত ৩

Avatar photo

Published

on

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে বাস, ট্রাক ও দ্রুতগতির দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কর চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও আহত হয়েছে আরও দুজন। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার কয়ারপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে বিদ্যুৎ সরকার ( ৪২), মির্জাপুর গ্রামের গনেশ চন্দ্রের ছেলে সুভাস চন্দ্র (৩৫) ও জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের সুভাস চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৫)।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের বেপরোয়া গতির একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘেষণা করেন। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Continue Reading

গাইবান্ধা

গাইবান্ধায় কলম-ক্যামেরা রেখে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত

Avatar photo

Published

on

অনিয়ম অভিযোগের তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশের জেরে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্টডটকম’র সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে প্রেস ক্লাব গাইবান্ধার আয়োজনে তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে কলম বিরতি, ক্যামেরা ডাউন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় শহরের গোরস্থান মোড়ে প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে গণমাধ্যম কর্মীদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেনের সার্বিক পরিচালনায় তিনঘন্টা ব্যাপি চলমান প্রতিবাদ কর্মসূচিতে গাইবান্ধা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক জোট গাইবান্ধা জেলা শাখা, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবসহ জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনের প্রায় দুই শতাধিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে হয়রানিমূলক এই মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গত রোববার (৮জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব গাইবান্ধায় এক জরুরি বৈঠকে এই কলম বিরতি, ক্যামেরা ডাউন ও অবস্থান কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক গত (১০ জানুয়ারি) জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালন ও (১২ জানুয়ারি) বিভাগীয় কমিশনারের কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রাজু, সহ-সভাপতি শাহজাহান সিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সালাম আশেকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মোস্তফা জাহিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল চান বিশ্বাস সুমন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, ফুলছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বাবু, এসএ টিভির কায়ছার প্লাবন, সাংবাদিক আসাদুজ্জামান মিলন প্রমুখ।

এছাড়া প্রতিবাদ কর্মসূচির দুর্নীতি ও সংবাদের মূল ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন মামলার শিকার ঢাকাপোস্টের গাইবান্ধা জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব গাইবান্ধার সাংগঠনিক সম্পাদক রিপন আকন্দ ও বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন।

বক্তারা মহিউদ্দিন সরকার, রিপন আকন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রেসক্লাব গাইবান্ধার সহ-সভাপতি রবিন সেনের নামে দায়েরকৃত মিথ্যা মানহানির মামলারও তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এছাড়া সেই ঘটনার তদন্ত কমিটি গঠনের দাবিও করেন তারা।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দেশ সেরা মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্টডটকম। মসজিদ সংস্কারের সরকারি অর্থ চেয়ারম্যান মোসাব্বির আত্মসাত করার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে এলাকায় বেশ চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়। ব্যাপকভাবে সমালোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এমন দুর্নীতির ঘটনা ধামাচাপা দিতে গত ৮ জানুয়ারি ঢাকাপোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে হয়রাণীমূলক, মিথ্যা চাঁদাবাজি ও আইসিটি আইনে মামলা করেন হত্যা মামলার জেলখাটা আসামি চেয়ারম্যান মোসাব্বির।

Continue Reading

গাইবান্ধা

গাইবান্ধায় ১৯ কেজি গাঁজা ও প্রাইভেটকার আটক

Avatar photo

Published

on

রিপন হাসান, গাইবান্ধা:
গাইবান্ধায় ১৯ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার আটক করেছে ট্রাফিক পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) রাত ৯.৩০ টার দিকে গাইবান্ধা শহরের পুরাতন বাজার সংলগ্ন গোলচত্বর থেকে এসব গ্রেফতার করা হয়। তবে এ সময় ডাইভার ও তার সহকারী পালিয়ে যায়।

গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশের ইনর্চাজ এডমিন মো. নুর আলম সিদ্দিক জানান, রাতে নিয়মিত গোলচত্বরে ডিউটি করছিল ট্রাফিক পুলিশের টিএসআই জসিম উদ্দিনসহ ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য। এ সময় সুন্দরগঞ্জ রোড থেকে আসা একটি প্রাইভেটকারকে কাগজপত্র দেখানোর জন্য থামতে বললে কৌশলে প্রথমে একজন ও পরে ড্রাইভার পালিয়ে যায়।

পরে কারটি তল্লাশি করে ভেতর থেকে তিনটি পলিতে মোড়ানো ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করা হবে বলে জানান মো. নুর আলম সিদ্দিক।

Continue Reading