Connect with us

দেশজুড়ে

সৈয়দপুরে রংপুর বিভাগের ৮ জেলার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত

Published

on

শাহজাহান আলী মনন, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীদের নিয়ে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সৈয়দপুর মর্তুজা ইন্সটিটিউটে ওই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় রংপুর বিভাগের স্বেচ্ছাসেবকবৃন্দের আহবায়ক আব্দুল্লাহ আল আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহাবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বজলুর রশিদ, সৈয়দপুর উপজেলা কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, দৈনিক প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক ইত্তেফাকের সৈয়দপুর প্রতিনিধি আমিরুজ্জামান, দৈনিক ভোরের ডাক সৈয়দপুর প্রতিনিধি এম আর মহসিন।
শুরুতেই আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল হাবিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্চ টিম সৈয়দপুরের সমন্বয়ক খুরশিদ জামান কাকন, সেতুবন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহসান হাবিব জনি, আমাদের প্রিয় সৈয়দপুরের সাধারণ সম্পাদক নওশাদ আনসারি, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আসাদুজ্জামান, গোল্ড ব্লাড ডোনার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামিম খান প্রমুখ।
পরে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন স্বেচ্ছাসেবীবৃন্দ। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডাঃ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে রংপুর বিভাগের সকল স্বেচ্ছাসেবক একত্রিত হয়ে সৈয়দপুর রেলওয়ে স্টেশন ও চিনি মসজিদ পরিদর্শন করেন। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহাগ আন নাফিস।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *