Connect with us

দেশজুড়ে

’’সোনাগাজীতে ৪ হাজার কোটি টাকার উন্নয়নের কাজ হবে’’

Published

on

12509684_1672343936374479_6026964554276132686_n

সোনাগাজী প্রতিনিধি: ফেনী -৩ (সোনাগাজী -দাগনভুঞার ) আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ তার নির্বাচিত এলাকা সোনাগাজীর একাধিক চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার চর ছান্দিয়া , চর দরবেশ , বগাদানা ও মঙ্গলকান্দি ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও একাধিক স্থানে পথসভায় বক্তব্য রাখেন । এ সময় বহদ্দার হাট মায়মুনা উচ্চ বিদ্যালয়ে নির্মানাধিন সাইক্লোন সেল্টার , আল জামিয়াতুল ইসলামীয়া মাদ্রাসা , ধান গবেষনা ইনস্টিটিউট , মদিনা বাজারে নির্মানাধীন আঞ্চলিক সড়ক , চর ভৈরব হাজী তোফায়েল আহম্মদ উচ্চ বিদ্যালয়ে নির্মানাধীন বহুতল ভবন , ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় , চান মিয়ার দোকান এলাকায় প্রস্তাবিত মা ও শিশু হাসপাতালের স্থান , ছোট ফেনী নদীর ভাঙ্গন এলাকা ঘুরে দেখেন এবং উপস্থিত নেতা কর্মী ও স্থানীয় লোকজনের সাথে কৌশল বিনিময় করেন। কয়েকটি স্থানে পথসভায় সাংসদ রহিম উল্যাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল ও মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় সোনাগাজীতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। আগামী অর্থ বছরে সোনাগাজী সহ উপকুলিয় অঞ্চলে প্রায় ৪হাজার কোটি টাকার উন্নয়নের কাজ হাতে নেয়া হয়েছে। ওইসব কাজ সমাপ্ত হলে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান হবে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ , উপজেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক হাফিজ আহমদ , সাংগঠনিক সম্পাদক এনামুল হক , যুবলীগ নেতা মাসুদ , দেলোয়ার হোসেন , ভুট্রু প্রমূখ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *