Connect with us

দেশজুড়ে

হবিগঞ্জে কৃষক হত্যায় মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ

Published

on

hobi
হবিগঞ্জের নবীগঞ্জে কৃষক মোক্তাদির আলী হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই মামলায় আরো ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এই রায় দেন।

ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-আনিছ, ফরাস, জমশেদ, বজলু ও নূর ইসলাম। এদের মধ্যে জমশেদ, বজলু ও নূর ইসলাম পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামের মোক্তাদির আলীর জমির ধান খায় একই গ্রামের নূর ইসলামের গরু। এসময় প্রতিবাদ করলে নূর ইসলামসহ তার দলের লোকজন ধারালো অস্ত্রশস্ত্রসহ তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মোক্তাদির মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মসাহিদ আলী বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলার বিচার চলাকালে তিনজন আসামি মারা যান। রাষ্ট্রপক্ষে ১৯ জনের মাঝে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উপরিউক্ত রায় দেন। রায় প্রকাশকালে আদালতে দুই জন ফাঁসির দণ্ডপ্রাপ্তসহ ১৫ জন আসামি হাজির ছিলেন। বাকি ১৭ জন পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *