Connect with us

বিবিধ

২০১৭ সালেই বাজারে ফিরছে নোকিয়া

Published

on

nokiaঅনলাইন ডেস্ক: স্মার্টফোনের বাজারে আবারো ফিরছে জনপ্রিয় মোবাইল কোম্পানি নোকিয়া। ২০১৭ সালে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ফিরবে বহুল জনপ্রিয় এই মোবাইল ব্র্যান্ড।
গত মঙ্গলবার বিনিয়োগকারীদের জন্য আয়োজিত তৈরি করা একটি স্লাইডে বিষয়টি নিশ্চিত করেছে। মোবাইল ফোন সংশ্লিষ্ট সংবাদের ওয়েবসাইট সেই স্লাইডের বরাত দিয়ে শুক্রবার জানিয়েছে, স্মার্টফোনের বাজারে ফিরছে নোকিয়া।
খবরে প্রকাশ ২০১৭ সালের এপ্রিলের মধ্যে আসন্ন নোকিয়া ডিভাইসটির নাম হবে ডি ওয়ান সি যেটি অ্যান্ড্রয়েড সেভেন (নোগাট) অপারেটিং সিস্টেমে পরিচালিত হবে। নোকিয়া ডি ওয়ান সিতে ৪৩০ স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৩ জিবি র‌্যাম সংযুক্ত করা হবে।
ফোন প্রস্তুত করার অবকাঠামো মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়ার কারণে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল ও তাইওয়ানের ফক্সকনের মাধ্যমে নোকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে আসবে নোকিয়া।
নোকিয়ার সাবেক নির্বাহীদের নেতৃত্বে এইচডিএম নোকিয়া ব্র্যান্ডের ফোন ও সরঞ্জাম বিপণন করবে। ফক্সকন নোকিয়া স্মার্টফোনের উন্নয়ন-গবেষণা ও প্রস্তুত করবে ফক্সকন। এনডিটিভি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *