Connect with us

জাতীয়

২০ হাজার শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সার্টিফিকেটে চাকরির অভিযোগ

Published

on

২০ হাজার শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ নিয়ে চাকরির অভিযোগ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এর মধ্যে ৬৫৬ জনের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এমপিও বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানাচ্ছে মন্ত্রণালয়।

গাজীপুরের ফকির সাহাবউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়। স্কুলটিতে শিক্ষক ১০ জন। এর মধ্যে জাল সনদ নিয়ে দীর্ঘদিন চাকরি করছেন দুই শিক্ষক ও এক গ্রন্থাগারিক। আর এসব তথ্য উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে।

জাল সনদ নিয়ে চাকরি করায় অভিযুক্ত এক শিক্ষক বলছেন, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ছয়শো ৫৬ শিক্ষকের বিরুদ্ধে জাল সনদ দিয়ে চাকরির প্রমাণ পেয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। আর অভিযোগ আছে ২০ হাজারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে।

এসব শিক্ষকের বিরুদ্ধে এমপিও বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানাচ্ছে অধিদপ্তর।

শিক্ষাবিদেরা বলছেন, এমপিও দেয়ার সময় সঠিকভাবে যাচাইবাছাই হয় না বলেই জাল সনদ নিয়ে চাকরির সুযোগ তৈরি হচ্ছে।

জাল সনদে শিক্ষকতায় শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়ছে উল্লেখ করে দৃষ্টান্তমূলক শাস্তিও চেয়েছেন শিক্ষাবিদদের।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *